নিজে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জিতেছেন। ক্যান্সার সচেতনায় প্রচার করেন যুবরাজ সিং। দ্বিতীয় টেস্টে আকাশদীপ ১০ উইকেট নেওয়া পর সাফল্য দিদিকে উৎসর্গ করেছেন। আকাশদীপের দিদি ক্যান্সার আক্রান্ত। যুবরাজ বলেন,'আকাশদীপের দিদি ক্যান্সার থেকে মুক্তির পথে। ওঁর সঙ্গে দেখা হলে কোলাকুলি করব'।