Duttapukur Sexually Assault: দত্তপুকুরে ১৫ বছরের মানসিক ভারসাম্যহীন কিশোরীকে যৌন হেনস্থা, গ্রেফতার অভিযুক্ত

কিছুতেই বন্ধ হচ্ছে না নারীদের উপর অত্যাচার। এ বার মানসিক ভারসাম্যহীন কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। সেই অভিযুক্তকে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement
দত্তপুকুরে ১৫ বছরের মানসিক ভারসাম্যহীন কিশোরীকে যৌন হেনস্থা, গ্রেফতার অভিযুক্তদত্তপুকুরে যৌন হেনস্থা
হাইলাইটস
  • মানসিক ভারসাম্যহীন কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে
  • সেই অভিযুক্তকে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে গ্রেফতার করল পুলিশ
  • ১৫ বছরের ওই কিশোরীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল

কিছুতেই বন্ধ হচ্ছে না নারীদের উপর অত্যাচার। এ বার মানসিক ভারসাম্যহীন কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। সেই অভিযুক্তকে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে গ্রেফতার করল পুলিশ।

এই বিষয়ে বারাসত জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝরখারিয়া জানান, ১৫ বছরের ওই কিশোরীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তারপর তাকে নিয়ে যাওয়া হয় একটি সরকারি হাসপাতালে। সেখানে মেডিক্যাল পরীক্ষা হয় তার।

এরপরই তদন্ত শুরু করে দত্তপুকুর থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। পাশাপাশি অন্যান্য সূত্রও খুঁজে দেখে পুলিশ। তার মাধ্যমেই সম্ভাব্য দোষীকে চিহ্নিত করে ফেলে পুলিশ। তাকে দত্তপুকুর থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ চলছে

গ্রেফতার করার পর ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর ঘটনার গতিপ্রকৃতি বোঝার চেষ্টা চলছে। শুধু তাই নয়, যৌন হেনস্থার ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তারপর সেই মতো ব্যবস্থা নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

বারবার ঘটছে এই ধরনের ঘটনা

পশ্চিমবঙ্গের নারীসুরক্ষা নিয়ে বারবার একযোগে আওয়াজ তুলেছে বিরোধীরা। আর জি কর, কসবা ল কলেজ থেকে দুর্গাপুর মেডিক্যাল কলেজ, একাধিক নারী নির্যাতনের ঘটনায় কেঁপে উঠেছে বাংলা। হয়েছে প্রতিবাদ। তবে তারপরও কমছে না নারী নির্যাতনের ঘটনা। আর তারই সর্বশেষ নিদর্শন হল এক মানসিক ভারসাম্যহীন বালিকাকে যৌন হেনস্থার চেষ্টা।

যদিও পুলিশ ও প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে, সব ক্ষেত্রেই দ্রুত নেওয়া হয়েছে ব্যবস্থা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। যদিও প্রশাসনের এই সব দাবি শুনতে নারাজ বাম, কংগ্রেস, বিজেপির মতো বিরোধীরা। তারা মনে করে, পশ্চিমঙ্গ অপরাধীদের জন্য মুক্তাঞ্চল। তাই দুষ্কৃতিরা নির্ভয়ে এই ধরনের কাণ্ড করে চলেছে। তাদের আটকানোর কেউ নেই।

POST A COMMENT
Advertisement