scorecardresearch
 

Adhir Chowdhury: শুনেছেন ৫ রাজ্যের নির্বাচন বিজেপিকে পরাস্ত করতে বলেছেন দিদি? প্রশ্ন অধীরের

বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স থেকে হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। যাওয়ার পথে বালু দাবি করেন, তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বাঁ হাত ও বাঁ পা ক্রমশ প্যারালাইসিসের দিকে যাচ্ছে। এনিয়ে অধীরের কটাক্ষ,সিবিআই ডাকার বাম-ডান সব প্যারালাইসিস হয়ে যাচ্ছে। এত চুরি করেছে! দিদি সবটা বাঁচাতে পারবে না।

Advertisement
Adhir Chowdhury। অধীর চৌধুরী। Adhir Chowdhury। অধীর চৌধুরী।
হাইলাইটস
  • মমতাকে আক্রমণ অধীরের।
  • কেন বিজেপির বিরুদ্ধে ভোট দিতে বলছেন না?
  • প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতির।

ইন্ডিয়া জোটে থেকেও ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার বার্তা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই প্রশ্নই তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আরও একবার বিজেপি-তৃণমূল 'সেটিং'-এর দিকে ইঙ্গিত করে তিনি বলেন,'পাঁচটি রাজ্যের ভোটে বাঙালিদের বিজেপিকে হারানোর বার্তা দেননি ইন্ডিয়া জোটের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'              

এ দিন সাংবাদিক বৈঠকে অধীর বলেন,'সারা ভারতে নির্বাচন হচ্ছে। খেয়াল করে দেখবেন, পাঁচটা রাজ্যে নির্বাচন হচ্ছে, দিদি বাংলার মুখ্যমন্ত্রী, ইন্ডিয়া জোটের নেত্রীর মুখ থেকে একবারও শুনলেন, পাঁচটি রাজ্যের বাঙালিদের বার্তা দিয়েছেন যে দেশের গণন্ত্রণ ও সংবিধানকে রক্ষা করতে বিজেপিকে পরাস্ত করুন! শুনেছেন? কেন শোনেননি? অন্দর কি বাত হ্যায়। আসল কথা, সব কিছু শুনব, খালি আমার ছোট্ট খোকাবাবুকে বাঁচিয়ে রেখো।'

বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স থেকে হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। যাওয়ার পথে বালু দাবি করেন, তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বাঁ হাত ও বাঁ পা ক্রমশ প্যারালাইসিসের দিকে যাচ্ছে। এনিয়ে অধীরের কটাক্ষ,সিবিআই ডাকার বাম-ডান সব প্যারালাইসিস হয়ে যাচ্ছে। এত চুরি করেছে! দিদি সবটা বাঁচাতে পারবে না। সেই সঙ্গে জ্যোতিপ্রিয়কে তাঁর 'পরামর্শ','বোঝা উচিত ছিল, দিদির চরিত্র হল কাজের সময় কাজি, কাজ ফুরোলে পাজি। ঘাড় থেকে কালকেই নামিয়ে ফেলবে। অনুব্রতকে ঘাড় থেকে নামিয়ে ফেলেছে। বালুকেও ঘাড় থেকে নামিয়ে ফেলবে। বালু দিদির কাছে বালি হয়ে যাবে দুদিন পরে। বলবে, আমি তো ওকে চুরি করতে বলিনি। তাই দিদির আশায়-ভরসায় না থেকে বালুকে বলব, মোকাবিলা করো। বলে দাও কার জন্য চুরি করেছো। এই দিদি খোকাবাবু ছাড়া কাউকে বাঁচাবে না।' 

আরও পড়ুন

রেশন দুর্নীতি নিয়ে অধীর বলেন,'রেশন দুর্নীতি হয়েছে এটা আমরা সবাই জানি। এজন্য কোনও তথ্য লাগে না। বাংলার গরিব মানুষ, স্কুলের শিশুরা জানে তাঁদের রেশনের খাদ্য দেওয়া হয়নি। চালকল, আটাকল এ বাংলায় কাদের, সেগুলি দেখলেই বোঝা যাবে। কৃষকের সহায়কমূল্য থেকে রেশনের চাল- সব কিছু লুঠ হয়েছে।' 

Advertisement

Advertisement