বিধানসভা ভোটের আগে কোমর কষছে বিজেপি, ৪৩ সাংগঠনিক জেলায় পর্যবেক্ষক নিয়োগ

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে আরও কোমর কষল বঙ্গ বিজেপি। নির্বাচনের প্রাক্কালে সাংগঠনিক জেলা ইনচার্জদের নাম ঘোষণা করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

Advertisement
বিধানসভা ভোটের আগে কোমর কষছে বিজেপি, ৪৩ সাংগঠনিক জেলায় পর্যবেক্ষক নিয়োগ৪৩ সাংগঠিনক জেলায় পর্যবেক্ষক নিয়োগ
হাইলাইটস
  • ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে আরও কোমর কষল বঙ্গ বিজেপি।
  • সাংগঠনিক জেলা ইনচার্জদের নাম ঘোষণা করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
  • প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম নেই জেলা ইনচার্জদের তালিকায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে আরও কোমর কষল বঙ্গ বিজেপি। নির্বাচনের প্রাক্কালে সাংগঠনিক জেলা ইনচার্জদের নাম ঘোষণা করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি  শমীক ভট্টাচার্য। বিভিন্ন জেলায় দায়িত্ব পেয়েছেন মনোজ টিগ্গা, নীতিশ কুমার প্রামানিক, তাপস মিত্র, রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। 

কোন জেলায় কারা কারা দায়িত্ব পেলেন? তালিকায় দেখে নেওয়া যাক-

সাংগঠিনক জেলা ইনচার্জ
কোচবিহার মনোজ টিগ্গা
আলিপুরদুয়ার জহর সিং সরকার
জলপাইগুড়ি ভূষণ মোদক
শিলিগুড়ি নিশীথ কুমার প্রামাণিক
দার্জিলিং মোহন শর্মা
উত্তর দিনাজপুর অম্লান ভাদুড়ী
দক্ষিণ দিনাজপুর গোবিন্দ চন্দ্র মন্ডল
মালদা উত্তর মহাদেব সরকার
মালদা দক্ষিণ বাসুদেব সরকার
জঙ্গিপুর মনোজ সরকার
বহরমপুর পার্থ সারথী ঘোষ
মুর্শিদাবাদ তারক সরকার
উত্তর নদীয়া সাখারাভ সরকার
দক্ষিণ নদীয়া চন্দ্র কান্ত দাস
বনগাঁ অমিতাভ রায়
বারাসত বিভা মজুমদার
বসিরহাট দেবশ্রী চৌধুরী
ব্যারাকপুর প্রবাল রাহা
কলকাতা উত্তর শহরতলির জেলা সঞ্জয় সিং
উত্তর কলকাতা তাপস মিত্র
দক্ষিণ কলকাতা তাপস রায়
যাদবপুর শীলভদ্র দত্ত
ডায়মন্ড হারবার প্রসেনজিৎ ভৌমিক
জয়নগর মোহন আদক
মথুরাপুর অনুপম ঘোষ
হাওড়া টাউন অনল বিশ্বাস
হাওড়া গ্রামীণ বিজন মিত্র
শ্রীরামপুর তনুজা চক্রবর্তী
হুগলি ভাস্কর ভট্টাচার্য
আরামবাগ তপন মাইতি
তমলুক অনুপম মল্লিক
কাঁথি গৌরী শঙ্কর অধিকারী
ঘাটাল স্বপন দত্ত
ঝাড়গ্রাম বাবলু বরাম
মেদিনীপুর রাজু বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া বিদ্যাসাগর চক্রবর্তী
বিষ্ণুপুর সুনীল রুদ্র মন্ডল
পুরুলিয়া তুষার মুখোপাধ্যায়
আসানসোল বিবেক রাঙ্গা
বর্ধমান মনোজ পান্ডে
কাটোয়া পার্থ সারথী কুন্ডু
বোলপুর সুজিত দাস
বীরভূম সন্দীপ নন্দী

 

POST A COMMENT
Advertisement