বর্ষবরণের দিঘায় শেষ মুহূর্তে হোটেলের রেট কত? খোঁজ নিল bangla.aajtak.in

১ জানুয়ারি পর্যন্ত দিঘা জমজমাট থাকার আশা করছেন হোটেল মালিকরা। দিঘা থেকে আসা নানা ভিডিও-তে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত থেকে শুরু করে, দিঘার রাস্তা যেন জনজোয়ারে পূর্ণ। এরইমধ্যে দিঘায় হোটেলের ভাড়া কত রয়েছে? খোঁজ নিল bangla.aajtak.in

Advertisement
বর্ষবরণের দিঘায় শেষ মুহূর্তে হোটেলের রেট কত? খোঁজ নিল bangla.aajtak.inদিঘার হোটেল ভাড়া এখন কত?
হাইলাইটস
  • ১ জানুয়ারি পর্যন্ত দিঘা জমজমাট থাকার আশা করছেন হোটেল মালিকরা।
  • এরই মধ্যে দিঘায় হোটেলের ভাড়া কত রয়েছে?
  • দিঘায় ভিড় সামলাতেও সক্রিয় পুলিশ প্রশাসন

২৫ ডিসেম্বরের পরের দিনও ফুল প্যাকড দিঘা। একেবারে ১ জানুয়ারি পর্যন্ত দিঘা জমজমাট থাকার আশা করছেন হোটেল মালিকরা। দিঘা থেকে আসা নানা ভিডিও-তে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত থেকে শুরু করে, দিঘার রাস্তা যেন জনজোয়ারে পূর্ণ। এরইমধ্যে দিঘায় হোটেলের ভাড়া কত রয়েছে? খোঁজ নিল bangla.aajtak.in

দিঘায় এসি ও নন এসি রুমের ভাড়া কত?

দিঘা-শংকরপুর হোটেলিয়ার'স অ্যাসোশিয়নের সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, "হোটেলের ভাড়া রয়েছে অন্য সময়ের মতোই। সিঙ্গেল বেড নন-এসি রুমের ভাড়া রয়েছে ১০০০- ১২০০ টাকা ও সিঙ্গেল বেড এসি রুমের ভাড়া রয়েছে ১৫০০ টাকা থেকে শুরু।"

বিপ্রদাস চক্রবর্তী জানান, তাঁদের সংগঠনের আওতায় এখন ওল্ড দিঘা ও শংকরপুর মিলে মোট ২২০টি হোটেল রয়েছে। অন্যদিকে সূত্রের দাবি, নিউ দিঘাতে হোটেলের রেট রয়েছে আরও বেশি। ১৫০০ টাকা থেকে শুরু হচ্ছে সিঙ্গেল রুম নন-এসির ভাড়া। এসি রুমের ভাড়া ২৫০০ থেকে শুরু। তবে সেখানেও হোটেল পাওয়া এখন সহজসাধ্য নয়। 

দিঘায় ভিড় সামলাতেও সক্রিয় পুলিশ প্রশাসন

স্থানীয় সূত্রের দাবি, গত এক- দু' দিনে দিঘায় প্রায় ৫০ হাজার থেকে ১ লক্ষ পর্যটক এসেছেন। এই ব্যাপক ভিড় সামলাতে মোতায়েন রয়েছে পুলিশের একাধিক টিম। স্পেশাল উইমেন্স টিম ছাড়াও, একাধিক মোবাইল ভ্যান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, জারি করা হয়েছে হেল্প লাইনও। 7047989800 - এই হেল্প লাইনে ফোন করে যে কোনও বিপদে পুলিশের কাছ থেকে সাহায্য পেতে পারেন পর্যটকেরা।
 

এছাড়াও, অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন ৩০ ও ৩১ ডিসেম্বর দিঘার প্রবেশদ্বার দিয়ে কোনও টোটো ঢুকতে পারবে না। পর্যটকবাহী বাস ও অন্যান্য যানবাহন বাইপাস পথ ব্যবহার করবে। 

POST A COMMENT
Advertisement