অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলাকে 'বিক্রি' করে দেওয়ার অভিযোগ, তদন্তে গ্রেপ্তার হোটেল মালিক

কাজের টোপ দিয়ে এক বাংলাদেশি মহিলাকে খারাপ কাজে নামানোর অভিযোগ উঠেছে এক হোটেল মালিকের বিরুদ্ধে। তদন্তে নেমে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement
অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলাকে 'বিক্রি' করে দেওয়ার অভিযোগ, তদন্তে গ্রেপ্তার হোটেল মালিক
হাইলাইটস
  • অনুপ্রবেশকারী বাংলাদেশি এক অসহায় মহিলার রক্ষাকর্তা হল ভারতীয় পুলিশ।
  • কাজের টোপ দিয়ে এক বাংলাদেশি মহিলাকে খারাপ কাজে নামানোর অভিযোগ উঠেছে এক হোটেল মালিকের বিরুদ্ধে।
  • তদন্তে নেমে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

অনুপ্রবেশকারী বাংলাদেশি এক অসহায় মহিলার রক্ষাকর্তা হল ভারতীয় পুলিশ। কাজের টোপ দিয়ে এক বাংলাদেশি মহিলাকে খারাপ কাজে নামানোর অভিযোগ উঠেছে এক হোটেল মালিকের বিরুদ্ধে। তদন্তে নেমে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানা এলাকায়। সূত্রের খবর, নদিয়ার মধুপুরের ১৬১ নম্বর ব্যাটেলিয়ান ২২ বছর বয়সী ওই মহিলাকে প্রথমে আটক করে।  মহিলার কাছ থেকে সমস্ত কিছু শোনার পর বিষয়টি পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। মামলা রুজু হয় থানায়। ম্যাজিস্ট্রেটের গোপন জবানবন্দিতে বাংলাদেশি মহিলা স্বীকার করে নেন, তাঁকে জোরপূর্বক কাজের টোপ দিয়ে প্রথমে ভারতে নিয়ে আসা হয়, এরপর নদিয়ার বাহাদুরপুরের একটি হোটেলে বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীতে জোরপূর্বক তাকে খারাপ কাজে নামিয়ে দেওয়া হয়।

মহিলার অভিযোগ, তাঁর টাকা পয়সা, এবং মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। প্রাণে বাঁচতে ওই মহিলা হোটেল থেকে পালিয়ে গিয়ে ফের বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাঁকে ধরে ফেলে। পরবর্তীতে মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর হোটেল মালিক বচ্চন ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
 

সুরজিৎ দাস

POST A COMMENT
Advertisement