Mamata Banerjee: ভিতরে ভিতরে অন্য দলের সঙ্গে যোগ! মনে রাখবেন...', স্বনির্ভর গোষ্ঠীকে বার্তা মমতার

মমতা এ দিন বলেন,'ভিতরে ভিতরে আমরা শুনতে পাচ্ছি, কোচবিহার জেলায় অনেক সেল্ফ হেল্প গ্রুপ, যাদের সঙ্গে অন্য একটি রাজনৈতিক দলের প্রচ্ছন্ন যোগাযোগ আছে।'

Advertisement
ভিতরে ভিতরে অন্য দলের সঙ্গে যোগ! মনে রাখবেন হেল্প করি আমরাই: মমতাMamata Banerjee

রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে বিজেপির যোগ রয়েছে। উত্তরবঙ্গে গিয়ে নাম না করে কার্যত এমন অভিযোগই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, সেল্ফ হেল্প গ্রুপের ভাইবোনদের অনুরোধ করব। দয়া করে আমাদের সঙ্গে থাকুন।

এ দিন কোচবিহারে ৫০০ কোটি টাকার মতো সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কর্মসূচিতেই মমতা দাবি করেন, স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে অন্য একটি রাজনৈতিক দলের যোগ রয়েছে। সরাসরি কারও নাম নেননি মুখ্যমন্ত্রী। তবে রাজনৈতিক মহল বলছে, মুখ্যমন্ত্রীর ইঙ্গিতটা বিজেপির দিকেই। কারণ উত্তরবঙ্গে বিজেপি পোক্ত সংগঠন তৈরি করে ফেলেছে। গত লোকসভা ভোটেও সেখানে ছিল পদ্ম শিবিরের জয়জয়কার। যার ব্যত্যয় ঘটেনি বিধানসভা ভোটেও। দক্ষিণবঙ্গে বিজেপি ধরাশায়ী হলেও উত্তরবঙ্গে তারা যে কঠিন প্রতিপক্ষ তা অস্বীকার করার উপায় নেই। এ দিন মমতা ঠিক কী বলেছেন? তিনি বলেন,'ভিতরে ভিতরে আমরা শুনতে পাচ্ছি, কোচবিহার জেলায় অনেক সেল্ফ হেল্প গ্রুপ, যাদের সঙ্গে অন্য একটি রাজনৈতিক দলের প্রচ্ছন্ন যোগাযোগ আছে।' 

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, সব রকম সাহায্য তাঁর সরকারই করে। তাঁর বার্তা,'মনে রাখবেন, আপনাদের হেল্প করি আমরা। কাজ করে দিই আমরা। মেলা করে দিই আমরা। কর্মতীর্থ করে দিই আমরা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিই আমরা। স্বাস্থ্যসাথীও আমাদের, রেশনও আমাদের, আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করে এটাও আমাদের।'

তিনি আরও বলেন,'আমি সেল্ফহেল্প গ্রুপের ভাইবোনদের অনুরোধ করব। দয়া করে আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এবং নিজেরা কাজ করুন। কাজ করতে গিয়ে কোনও অসুবিধা হলে আমি আপনাদেরটা দেখে নেব।'

গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮টি আসন জিতেছিল বিজেপি। এর মধ্যে উত্তরবঙ্গে তৃণমূল দাঁত ফোটাতেও পারেনি। ৮টি আসনের মধ্যে ৭টিই গিয়েছিল বিজেপির ঝুলিতে। এবার তাদের লক্ষ্য ৮-এ ৮ করা। তার আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সফরে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস রয়েছে তাঁর কর্মসূচিতে। যার মাধ্যমে বকলমে লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গেল বলে মত
 রাজনৈতিক মহলের একাংশের। 

Advertisement

POST A COMMENT
Advertisement