scorecardresearch
 

Abhishek On Adhir Challange: 'বহরমপুরে দাঁড়াক,' অধীরের চ্যালেঞ্জ গ্রহণ করলেন অভিষেক?

সাগরদিঘিতে জয়ের পর বাম-কংগ্রেস 'মডেল' হিসেবে তুলে ধরেছিল। সেই মডেলেই কি ধাক্কা দিলেন অভিষেক? তৃণমূলের সাধারণ সম্পাদকের জবাব, আমি ধাক্কা দেওয়ার কেউ নই।

Advertisement
অধীরকে পাল্টা অভিষেকের। অধীরকে পাল্টা অভিষেকের।
হাইলাইটস
  • অভিষেককে বহরমপুরে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ অধীরের।
  • অভিষেকের জবাব, দল চাইলে দাঁড়াব।

তিন মাস আগে সাগরদিঘিতে জিতেছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। সাগরদিঘি বাম-কংগ্রেসের মরা গাঙে জোয়ার এনেছিল। তিন মাসেই সাগরদিঘিতে ভাটার টান। বায়রনকে বেইমান বলছেন কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন,'ভোটে হার মেনে নিতে পারেননি মমতা-অভিষেক। সব রকমের চেষ্টা করেছে এই জয়কে বানচাল করতে।'      

সোমবার সাগরদিঘির কংগ্রেস বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। উত্তরীয় দিয়ে তাঁকে বরণ করেছেন অভিষেক। তার পরই অধীর চৌধুরী চ্যালেঞ্জ করেছেন,'ওঁর দম থাকলে বহরমপুরে এসে দাঁড়াক।' সেই চ্যালেঞ্জের পাল্টা দিয়েছেন অভিষেক। স্পষ্ট করে দিয়েছেন দল চাইলে বহরমপুরের প্রার্থী হতে তাঁর আপত্তি নেই। অভিষেকের কথায়,''এটা দলের উপর নির্ভর করছে। আমাদের তো হাইকম্যান্ড ভিত্তিক দল নয়। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়। দল যদি বহরমপুরে পাঠায়, সেখানে দাঁড়াব। দার্জিলিংয়ে পাঠালে লড়ব, যদি বলে ঘাটালে দাঁড়াতে হবে তাই দাঁড়াব। মেদিনীপুরে পাঠাবে সেখানে লড়ব... যেখানেই পাঠাক। আগামী দিনে যদি মনে করে বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করুক, নিশ্চয়ই লড়ব।'

তিনি যোগ করেন,'যখন রাজনীতিতে এসেছিলাম অনেকে ভেবেছিল দক্ষিণ কলকাতা থেকে লড়ব। কিন্তু গিয়েছিল ডায়মন্ড হারবারে। সেটা আজ তৃণমূলের গড়।' 

আরও পড়ুন

সাগরদিঘি মডেলে ধাক্কা?

সাগরদিঘিতে জয়ের পর বাম-কংগ্রেস 'মডেল' হিসেবে তুলে ধরেছিল। সেই মডেলেই কি ধাক্কা দিলেন অভিষেক? তৃণমূলের সাধারণ সম্পাদকের জবাব,'আমি ধাক্কা দেওয়ার কেউ নই। রামধনু জোটের নির্যাস শূন্য। লড়াইটা ছিল তৃণমূল বনাম বিজেপির। আইএসএফ ও সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে কারা বিজেপির সুবিধা করে দিয়েছিল, সেটা মানুষ দেখেছে। অধীর চৌধুরীর লড়াই বাংলায় বিজেপির বিরুদ্ধে নয়। বাংলায় বিজেপির হাত শক্তিশালী করে বকলমে ২৪-এ কেন্দ্রের হাতও শক্তিশালী করছেন। আমরা বলেছি, নো ভোট টু বিজেপি।'

Advertisement

২০২৪ সালের আগে বিরোধী জোট? 

২০২৪ সালের আগে বিরোধীরা জোট বাঁধার চেষ্টা চালাচ্ছে। সেখানে কি এই দলবদল প্রভাব ফেলবে? অভিষেক বলেন,'আমরা কংগ্রেসকে সমর্থন করতে পারি, কোনও অসুবিধা নেই। তার মানে এখানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে শক্তিশালী করা যাবে না না। বহরমপুর বিধানসভায় কত ভোট ট্রান্সফার হয়েছে, সেটা সবাই জানে। আমার দল ভাঙার হলে মুর্শিদাবাদে গিয়েছিলাম সেখানেই ভাঙাতে পারতাম। আমি বোতাম টিপলে অধীর চৌধুরীর ৪টে সাংসদ চলে আসবে। শুধু বাংলায় নয় অন্য রাজ্যের সাংসদরাও রয়েছেন। অধীর চৌধুরী চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দেব এক মাসে।'

Advertisement