scorecardresearch
 

West Bengal Panchayat Election 2023: সবংয়ে BJP নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, খুনে অভিযুক্ত TMC

অভিযোগ, ওই বিজেপি নেতাকে খুনের হুমকি দিচ্ছিল শাসক দল। বাড়িতে সাদা থানও পাঠানো হয়েছিল। ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি। অভিযোগ উড়িয়ে তৃণমূলের বক্তব্য, মৃত্যু নিয়ে রাজনীতি করছে গেরুয়া শিবির।   

Advertisement
সবংয়ের বিজেপি নেতাকে খুনের অভিযোগ- প্রতীকী ছবি। সবংয়ের বিজেপি নেতাকে খুনের অভিযোগ- প্রতীকী ছবি।
হাইলাইটস
  • সবংয়ে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার।
  • আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

পঞ্চায়েত ভোটের আগে আরও একটা রাজনৈতিক খুন? সবংয়ে বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘিরে হইচই পড়ে গিয়েছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বিজেপি নেতা দীপক সামন্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ, তাঁকে খুনের হুমকি দিচ্ছিল শাসক দল। বাড়িতে সাদা থানও পাঠানো হয়েছিল। ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি। অভিযোগ উড়িয়ে তৃণমূলের বক্তব্য, মৃত্যু নিয়ে রাজনীতি করছে গেরুয়া শিবির।   

বৃহস্পতিবার দুপুরে সবংয়ের বলপাইয়ের পানিঘরে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় দীপক সামন্তকে। পরিবারের দাবি, বিজেপি প্রার্থীর সঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়েছিলেন দলের বুথ সভাপতি দীপকবাবু। তখনই তাঁকে প্রাণনাশের হুমকি দেয় তৃণমূল নেতারা। তারাই খুন করেছে।

বিজেপি নেতৃত্বের দাবি,২০২১ সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে চাষের জমি দখল করে নেয় তৃণমূল। চাষ করতে পারছিলেন না তিনি। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি। তাঁর কথায়,'ওই বিজেপি কর্মী আত্মঘাতী হয়েছেন। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পুলিশি তদন্তেই সব স্পষ্ট হয়ে যাবে।

পুলিশ জানিয়েছে, ঘর ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে। কয়েক দিন ধরেই দীপ ও তাঁর ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। সে কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনার তদন্ত চলছে। 

উল্লেখ্য, রাজ্যে একাধিক বিজেপি নেতাকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। যদিও কোনও ঘটনায় তৃণমূলের যোগ নেই। 

 

Advertisement