Advertisement

Uttar Pradesh: আধার নিয়ে রাজ্য়ে বড় সিদ্ধান্ত! জন্মের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না Aadhaar Card!

আধার কার্ড আর জন্ম শংসাপত্র বা জন্ম তারিখের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না। রাজ্যের সকল বিভাগকে এই নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের পরিকল্পনা বিভাগ এমনটাই ঘোষণা করেছে।পরিকল্পনা বিভাগের বিশেষ সচিব অমিত সিং বনসাল বলেছেন- আধার কার্ডের সঙ্গে কোনও জন্ম শংসাপত্র সংযুক্ত করা হয় না; তাই, এটিকে জন্ম শংসাপত্র হিসেবে বিবেচনা করা যাবে না।

Aadhaar card will not be accepted as proof of date of birth

Advertisement