422 কোটি টাকার দ্বিতল সেতু থেকে খেলনার মতো এক এক করে নাটবল্টু খুলে নিচ্ছে খুদেরা। তাও আবার প্রকাশ্য দিবালোকে। পথ চলতি এক ব্যক্তি তা দেখতে পেয়েই এই বাচ্চাদের ধমক দিতে তাঁরা সেখান থেকে পঁই পঁই করে পালায়। গোটা ঘটনার ভিডিও Social Media য় পোসিট করতেই হইচই পড়ে যায়। কী পরিস্থিতি এওকবার ভাবুন। সবে মাত্র Bridge তৈরি করেছে সরকার, তারপরেই এই কাণ্ড।
Children remove nut bolts from 422 crore rupees double-decker bridge