Advertisement

MP Man DSP: গ্রামে ফিরলেন DSP ছেলে!কষ্ট করে ছেলেকে বড় করে 'গরিব' মায়ের আনন্দে চোখে জল

কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে। যে সমস্ত মানুষ নানান বাধা পেরিয়ে আসে, যারা সহজে হাল ছেড়ে না তাদের কাছে সাফল্য আসবেই আসবে। সেরকমই কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য বদলে ফেলেছেন সন্তোষ কুমার প্যাটেল। সমস্ত প্রতিকূলতা, সমস্ত দারিদ্র্যকে অতিক্রম করে সন্তোষ কুমার প্যাটেল ডিএসপি হয়েছেন।

Hard work changed santosh kumar patel's destiny

Advertisement