ভয়ানক চুরির ঘটনার ভিডিও প্রকাশ্যে। একটি চোরের দল কয়েক লক্ষ টাকার নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে পালায়। অবসরপ্রাপ্ত বিচারপতির ঘরে চুরি হয়। পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরে অবসরপ্রাপ্ত বিচারপতি রমেশ গর্গের বাড়িতে মুখোশধারী, সশস্ত্র চোরের একটি দল যায়। তারপর কয়েক লক্ষ টাকার নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে সবটাই ঘরা পড়েছে। প্রায় 20 মিনিট ধরে তারা এই কাজ করে। সেই ভিডিও টা দেখাই আপনাদের।