Advertisement

Karnataka News: সময়ের দাম নেই? যাত্রীরা Ticket লাইনে দাঁড় করিয়ে ফোনে বিন্দাস আড্ডা Rail কর্মীর

Train ধরবে বলে টিকিট কাটার জন্য যাত্রীরা লাইনে ঠায় দাঁড়িয়ে। ওদিকে, কাউন্টারে টিকিট না কেটে ফোনে বিন্দাস কথা বলে যাচ্ছেন টিকিট ক্লার্ক। চেয়ারে বসে নিজের মত হেলেদুলে গায়ে হাওয়া লাগিয়ে নিজের জগতে রয়েছেন তিনি। তিনি যে একজন সরকারি কর্মচারি তা দেখে মনেই হচ্ছে না। ওদিকে টিকিট কাটার চক্করে একের পর এক ট্রেন ফেল হচ্ছে যাত্রীদের। তাতে টিকিট ক্লার্কের কিচ্ছু এসে যায় না। তাঁরা চিৎকার করে বলছে, কিন্তু সেই কথা তাঁর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। এই গোটা ঘটনার Video Social Media য় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে Viral হয়ে পরে।

Advertisement