scorecardresearch
 
Advertisement
টেক

Air Conditioner Maintenance Tips : এই মরশুমে প্রথম AC অন করছেন? যে বিষয়গুলি মাথায় রাখতেই হবে, না-হলে...

প্রতীকী ছবি
  • 1/6

গরম বেশ ভাল পড়ে গিয়েছে। আর গরম মানেই পাখা ও এসি চালানোর সময়। 
 

প্রতীকী ছবি
  • 2/6

তবে মরশুমে প্রথমবার এসি চালানোর আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথার রাখা দরকার। 

প্রতীকী ছবি
  • 3/6

গরম কাল পড়লেই মানুষ নিজের বাড়ির এসি (AC) চালাতে শুরু করে দেন। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পর তা চালু করার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

এসি (Air Conditioner) চালানোর সময় শুরুতেই কুলিংয়ে দেবেন না। সবসময় প্রথমে কিছুক্ষণ এসির ফ্যান চালান। তারপর কুলিং সেট করুন। 

প্রতীকী ছবি
  • 5/6

গরমের মরশুমে এসি চালানো চালু করার আগে সেটির সার্ভিসিং করিয়ে নিন, যাতে কুলিং ভাল হয়। একইসঙ্গে সেটির জালও পরিষ্কার করুন। 

প্রতীকী ছবি
  • 6/6

শর্টসার্কিট এড়াতে এসির সুইচবোর্ড ও প্লাগও ভাল করে পরীক্ষা করে নিন। 
 

আরও পড়ুন - হার্ট মজবুত রাখে, দূর করে ক্লান্তি; উপকার জানলে এই সবজির বীজ আর ফেলবেন না...

Advertisement