গরম কাল পড়লেই মানুষ নিজের বাড়ির এসি (AC) চালাতে শুরু করে দেন। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পর তা চালু করার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
এসি (Air Conditioner) চালানোর সময় শুরুতেই কুলিংয়ে দেবেন না। সবসময় প্রথমে কিছুক্ষণ এসির ফ্যান চালান। তারপর কুলিং সেট করুন।
গরমের মরশুমে এসি চালানো চালু করার আগে সেটির সার্ভিসিং করিয়ে নিন, যাতে কুলিং ভাল হয়। একইসঙ্গে সেটির জালও পরিষ্কার করুন।
শর্টসার্কিট এড়াতে এসির সুইচবোর্ড ও প্লাগও ভাল করে পরীক্ষা করে নিন।
আরও পড়ুন - হার্ট মজবুত রাখে, দূর করে ক্লান্তি; উপকার জানলে এই সবজির বীজ আর ফেলবেন না...