মাস খানেক আগেই দেশের কয়েকটি শহরে ৫জি পরিষেবা শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সংস্থা এয়ারটেল। ফাইভজি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে জিওকে টেক্কা দিচ্ছে সংস্থা। আপাতত পরীক্ষামূলকভাবেই দেওয়া হচ্ছে এই পরিষেবা। ৪জি-র দামেই দেওয়া হবে ৫জি।
মনে করা হচ্ছে,গোটা দেশে পরিষেবা শুরু করার পর ৫জি প্ল্যান ঘোষণা করতে পারে এয়ারটেল। আপাতত ৪জি রিচার্জেই ফাইভজি পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা।
এয়ারটেলের 5G বর্তমানে পুণের কোরেগাঁও পার্ক, কল্যাণনগর, ব্যানার, হিঞ্জেওয়াড়ি, মাগারপাট্টা, হডপসারে চালু করা হয়েছে। এছাড়াও পুণের খারাডি, মডেল কলোনি, সোয়ারগেট, পিম্পরি চিঞ্চওয়াড় এবং আরও কয়েকটি জায়গায় গ্রাহকরা পরিষেবা ব্যবহার করতে পারছেন।
আগামী দিনে বাকি এলাকাতেও দেওয়া হবে ফাইভজি পরিষেবা। ফোরজি-র তুলনায় ২০ থেকে শতাংশ বেশি গতি পাবেন গ্রাহকরা।
হাইডেফিনেশন ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং দ্রুত আপলোডিংয়ের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। ফাইভ পরিষেবা কৃষি, শিক্ষা ও শিল্পে ব্যাপক পরিবর্তন আনবে বলে দাবি সংস্থার।