scorecardresearch
 
Advertisement
টেক

Airtel গ্রাহকদের জন্য সুখবর! ৩০ দিনের জন্য বিনামূল্যে amazon prime video

খুশির খবর
  • 1/6

এয়ারটেল গ্রাহকদের জন্য খুশির খবর। এবার থেকে সমস্ত রকমের এয়ারটেলের প্রপেইড গ্রাহকরা অ্যামাজনের প্রাইম ভিডিও  ৩০ দিনের জন্য বিনামূল্যে দেখতে পারবেন।

সুযোগ নিয়ে এসেছে।
  • 2/6

এর জন্য নিজের এয়ারটেল নম্বরটি দিয়ে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে অ্যামাজনে সাইন ইন করতে হবে। প্রথমবার অ্যামাজন সম্পূর্ণ নতুনভাবে এই সুযোগ নিয়ে এসেছে।

ভিডিওর সাবস্ক্রিপশন পাওয়া যাবে
  • 3/6

৩০ দিন বিনামূল্যে প্রাইম ভিডিওর পরিষেবা পাওয়ার পরে সর্বনিম্ন রিচার্জ করতে হবে মাসে ৮৯ টাকা দিয়ে। এতে ২৮ দিনের বৈধতা সহ ৬ জিবি ইন্টারনেট ডেটা ও অ্যামাজন প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
 

Advertisement
নির্দিষ্ট দিনের মেয়াদ রয়েছে।
  • 4/6

১৩১ ও ৩৪৯ এই দুটো প্ল্যানের রিচার্জ করলে গ্রাহকরা পাবেন অ্যামাজন প্রাইম মেম্বারশিপ। তবে এর নির্দিষ্ট দিনের মেয়াদ রয়েছে।

ভিডিওর অ্যাক্সেস পাওয়া যাবে।
  • 5/6

২৯৯ টাকা প্রিপেইড প্ল্যানটিতেও ২৮ দিনের মেয়াদ থাকবে। প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা এবং অ্যামাজন প্রাইম ভিডিওর অ্যাক্সেস পাওয়া যাবে।
 

পরিষেবা নিয়ে এসেছে। 
  • 6/6

এর আগে অ্যামাজন কখনও এমন পরিষেবা নিয়ে আসেনি।  এবার এয়ারটেলের সঙ্গে গাঁটছাড়া বেধে এই পরিষেবা নিয়ে এসেছে। 
 

Advertisement