scorecardresearch
 
Advertisement
টেক

ভারতে লঞ্চ হল Battlegrounds Mobile, জানুন কীভাবে করবেন ডাউনলোড

দীর্ঘদিনের অপেক্ষার শেষ
  • 1/7

দীর্ঘদিনের অপেক্ষার শেষ। ভারতে মুক্তি পেয়েছে পাবজির দেশীয় সংস্করণ Battlegrounds Mobile India। তবে এখনও অফিসিয়াল লঞ্চ হয়নি। গেমটির বিটা ভার্সন লঞ্চ করেছে।

তবে বিটা ভার্সন
  • 2/7

তবে বিটা ভার্সন সবার জন্য নয়। নির্দিষ্ট স্লট পূরণ হয়ে গেলে আর কেউ ডাউনলোড করতে পারবেন না গেমটি। এই লিঙ্কে ক্লিক করে স্লটের জন্য আবেদন করতে হয়। 

অনেকেই অভিযোগ
  • 3/7

অনেকেই অভিযোগ করেছেন যে গেমটি তারা চাইলেও ডাউনলোড করতে পারছে না। আসলে কোনও অ্যাপ বিটা ভার্সন কিংবা টেস্টিং-এর জন্য নির্দিষ্ট পরিমাণ গ্রাহকদেরই দেওয়া হয়। সেই সংখ্যা পূরণ হয়ে গেলে নতুন করে কেউ ডাউনলোড করতে পারেন না।

Advertisement
জানা গিয়েছে,গেমটির
  • 4/7

জানা গিয়েছে,গেমটির সাইজ আপাতত ৭২১ এমবি। তবে আপডেটের পরে গেমটির আকার বাড়তে পারে। অফিসিয়াল সংস্করণে গেমটি আকার আরও বাড়তে পারে বলে অনুমান।

বেশ কয়েকজন গ্রাহক
  • 5/7

বেশ কয়েকজন গ্রাহক অভিযোগ করেছেন গেমটিতে শুধুমাত্র ট্য়ুইটার ও ফেসবুক থেকে লগইন অপশন দেওয়া হয়েছে। যদিও এই বিষয়টির সত্যতা এখনও যাচাই করা হয়নি।

১৮ মে থেকে গেমটির
  • 6/7

১৮ মে থেকে গেমটির প্রি রেজিস্ট্রেশন শুরু হয়। তার ঠিক একমাস পরেই গেমটির বিটা ভার্সন লঞ্চ করা হয়েছে। তবে আইফোন ব্যবহারকারীদের জন্য এখনও কিছু বলা হয়নি। 

গত বছর ভারত-চিন
  • 7/7

গত বছর ভারত-চিন সংঘাত ঘিরে পাবজি-সহ একাধিক গেম নিষিদ্ধ করা হয়। তারপর থেকে দেশে ফের ফেরার জন্য মরিয়া হয়েছিল পাবজি। এখন নয়া নামে গেমটির বিটা ভার্সন লঞ্চ করল ভারতে

Advertisement