দীর্ঘদিনের অপেক্ষার শেষ। ভারতে মুক্তি পেয়েছে পাবজির দেশীয় সংস্করণ Battlegrounds Mobile India। তবে এখনও অফিসিয়াল লঞ্চ হয়নি। গেমটির বিটা ভার্সন লঞ্চ করেছে।
তবে বিটা ভার্সন সবার জন্য নয়। নির্দিষ্ট স্লট পূরণ হয়ে গেলে আর কেউ ডাউনলোড করতে পারবেন না গেমটি। এই লিঙ্কে ক্লিক করে স্লটের জন্য আবেদন করতে হয়।
অনেকেই অভিযোগ করেছেন যে গেমটি তারা চাইলেও ডাউনলোড করতে পারছে না। আসলে কোনও অ্যাপ বিটা ভার্সন কিংবা টেস্টিং-এর জন্য নির্দিষ্ট পরিমাণ গ্রাহকদেরই দেওয়া হয়। সেই সংখ্যা পূরণ হয়ে গেলে নতুন করে কেউ ডাউনলোড করতে পারেন না।
জানা গিয়েছে,গেমটির সাইজ আপাতত ৭২১ এমবি। তবে আপডেটের পরে গেমটির আকার বাড়তে পারে। অফিসিয়াল সংস্করণে গেমটি আকার আরও বাড়তে পারে বলে অনুমান।
বেশ কয়েকজন গ্রাহক অভিযোগ করেছেন গেমটিতে শুধুমাত্র ট্য়ুইটার ও ফেসবুক থেকে লগইন অপশন দেওয়া হয়েছে। যদিও এই বিষয়টির সত্যতা এখনও যাচাই করা হয়নি।
১৮ মে থেকে গেমটির প্রি রেজিস্ট্রেশন শুরু হয়। তার ঠিক একমাস পরেই গেমটির বিটা ভার্সন লঞ্চ করা হয়েছে। তবে আইফোন ব্যবহারকারীদের জন্য এখনও কিছু বলা হয়নি।