scorecardresearch
 
Advertisement
টেক

Battlegrounds Mobile-র নয়া ইভেন্ট! জিতলেই মিলবে ৬ লাখ টাকা

ব্যবহারকারীদের
  • 1/6

ব্যবহারকারীদের জন্য নয়া ইভেন্ট নিয়ে আসল Battlegrounds Mobile India। বৃহস্পতি ও শুক্রবার ধরে চলবে এই ইভেন্ট।  এই ইভেন্টের নাম দেওয়া হয়েছে launch party।

গত মাসের ১৭ তারিখ
  • 2/6

গত মাসের ১৭ তারিখ মুক্তি পেয়েছে গেমটি। ভারতে গেমটি মুক্তি পাওয়ার পরে এটাই প্রথম কোনও ইভেন্ট। যার পুরস্কারমূল্য ৬ লাখ টাকা।

মোট ১৮ টি টিম
  • 3/6

মোট ১৮ টি টিম এই ইভেন্টে অংশ নিতে পারবে। শোনা যাচ্ছে, ভারতের বিখ্যাত টিমগুলি যেমন Dynamo, Mortal, K18 এবং Godnixon এই ইভেন্টে অংশ নিচ্ছে।

Advertisement
ম্যাচগুলি
  • 4/6

ম্যাচগুলি Battlegrounds Mobile India-র ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং হবে। ইতিমধ্যে একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

মাত্র কয়েকদিন
  • 5/6

মাত্র কয়েকদিন আগেই গেমটি ভারতে মুক্তি পেয়েছে। সেই সঙ্গে দেশে ফের জনপ্রিয় হতে শুরু করেছে। রেকর্ড সংখ্যক ডাউনলোড হয়েছে গেমটি।
 

তবে  Battlegrounds
  • 6/6

তবে  Battlegrounds Mobile India-শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। আইফোন ব্যবহারকারীদের জন্য এখনও চালু হয়নি।

Advertisement