ব্যবহারকারীদের জন্য নয়া ইভেন্ট নিয়ে আসল Battlegrounds Mobile India। বৃহস্পতি ও শুক্রবার ধরে চলবে এই ইভেন্ট। এই ইভেন্টের নাম দেওয়া হয়েছে launch party।
গত মাসের ১৭ তারিখ মুক্তি পেয়েছে গেমটি। ভারতে গেমটি মুক্তি পাওয়ার পরে এটাই প্রথম কোনও ইভেন্ট। যার পুরস্কারমূল্য ৬ লাখ টাকা।
মোট ১৮ টি টিম এই ইভেন্টে অংশ নিতে পারবে। শোনা যাচ্ছে, ভারতের বিখ্যাত টিমগুলি যেমন Dynamo, Mortal, K18 এবং Godnixon এই ইভেন্টে অংশ নিচ্ছে।
ম্যাচগুলি Battlegrounds Mobile India-র ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং হবে। ইতিমধ্যে একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
মাত্র কয়েকদিন আগেই গেমটি ভারতে মুক্তি পেয়েছে। সেই সঙ্গে দেশে ফের জনপ্রিয় হতে শুরু করেছে। রেকর্ড সংখ্যক ডাউনলোড হয়েছে গেমটি।