scorecardresearch
 
Advertisement
টেক

BSNL 5G: রাতের ঘুম উড়ল Jio ও Airtel-র, 4G-র সঙ্গে 5G শুরু করছে BSNL, কবে?

5G আনছে BSNL
  • 1/10

ফোরজি পরিষেবা এখনও শুরু করে উঠতে পারেনি ভারত সঞ্চার নিগম বা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। শোনা যাচ্ছে, ফোরজি এবং ফাইভজি পরিষেবা একই সঙ্গে চালু করে দেবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা।

5G আনছে BSNL
  • 2/10

চলতি বছরের ১৫ অগাস্ট 4G পরিষেবা শুরু করতে চলেছে বিএসএনএল (BSNL)। সেই সঙ্গে 5G-ও চালু করছে সংস্থা। ১৫ অগাস্ট তারা নন-স্ট্যান্ডঅ্যালন (NSA) মোডে ফাইভজি নেটওয়ার্কের সূচনা করছে। 

5G আনছে BSNL
  • 3/10

নন-স্ট্যান্ডঅ্যালন অর্থাৎ এই ফাইভজি পরিষেবা দেওয়া হবে ফোরজির পরিকাঠামোয়। এটা ফাইভজি পরিষেবা শুরুর একদম প্রাথমিক ধাপে দেয় টেলিকম সংস্থাগুলি। এর একাধিক সীমাবদ্ধতাও রয়েছে। 

Advertisement
5G আনছে BSNL
  • 4/10

ইটি টেলিকমের রিপোর্টে বলা হয়েছে, পরিষেবার শুরুর অনুমোদনের জন্য প্রুফ অব কনসেন্টের উপর কাজ করছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অব টেলিমেটিকস (সি-ডট)। 
 

5G আনছে BSNL
  • 5/10

সি-ডটের চেয়ারম্যান রাজকুমার উপাধ্যায় বলেন, ৫জি প্রযুক্তির উপর কাজ চলছে। চলতি বছরে অগাস্টে 5G NSA লঞ্চ দেবে বিএসএনএল। এটা ফোরজি প্লাস ফাইভজি পরিষেবা হবে। 
 

5G আনছে BSNL
  • 6/10

স্বাধীনতা দিবসে এই পরিষেবার সূচনা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রাজকুমার। 

5G আনছে BSNL
  • 7/10

অগাস্টে 5G NSA পরিষেবা শুরু হওয়ার পর পরের বছর, ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে 5G SA আনার পরিকল্পনা করেছে বিএসএনএল। আরও দ্রুত নেট পাবেন গ্রাহকরা। 

Advertisement
5G আনছে BSNL
  • 8/10

গতবছর প্রিপেড প্ল্যানের খরচ বাড়িয়ে দিয়েছে টেলিকম সংস্থাগুলি। এতে সাধারণ জনমানসে বিএসএনএল-কে নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
 

5G আনছে BSNL
  • 9/10

অনেকেই চাইছেন এই সংস্থার পুনরুজ্জীবন। ফলে ফোরজি এবং ফাইভজি পরিষেবা শুরু করলে লাভবান হতে পারে সংস্থা। 
 

5G আনছে BSNL
  • 10/10

বিএসএনএলের অনেক প্ল্যানই এয়ারটেল ও জিও-র থেকে সস্তা। ফলে ফোরজি পরিষেবা শুরু করলে জোর টক্কর দিতে পারবে সংস্থা। একটা ভাল বিকল্প হাতে পাবেন গ্রাহকরা।

Advertisement