ভারতের টেলিকম বাজারে টেলিকম সংস্থাগুলির নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিনিয়ত নতুন নতুন অফার নিয়ে আসেতে দেখা যাচ্ছে।
টেলিকম সংস্থাগুলির মধ্যে গ্রাহক ধরে রাখতে তীব্র প্রতিযোগিতা প্রতিনিয়ত চলেছে। সম্প্রতি BSNL তার গ্রাহকদের ৪৪৭ টাকার প্ল্যানে ৬০ দিনের জন্য ১০০ জিবি ডেটা দিচ্ছে।
BSNL সম্প্রতি যে রিচার্জ প্ল্যানটি লঞ্চ করেছে সেটি হল ৪৪৭ টাকার। এই রিচার্জ প্ল্যানে পাওয়া যাচ্ছে মোট ১০০ জিবি ডেটা। এই ডেটা ব্যবহারের ক্ষেত্রে কোন ডেইলি লিমিট নেই। অর্থাত্ ব্যবহারকারী ইচ্ছে করলে এক দিনেই সেই ডেটা শেষ করতে পারেন অথবা তা প্রয়োজন মত ব্যবহার করতে পারেন। নতুন এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৬০ দিন। পাশাপাশি রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এছাড়াও EROS NOW এন্টারটেইনমেন্টের সাবস্ক্রিপশন পাওয়া যাবে বিনামূল্যে।
প্রসঙ্গত ৪৪৭ টাকা মূল্যের রিলায়েন্স জিও ও ভোডাফোন-আইডিয়ার প্ল্যানও রয়েছে। যেখানে একই রকম অফার থাকলেও তাদের ডেটার পরিমাণ ৫০ জিবি।
জিওর প্ল্যানে ৬০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সঙ্গে থাকছে ৫০ জিবি ডেটা। আনলিমিটেড ভয়েস কলের সঙ্গেই এই প্ল্যানের গ্রাহকরা প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহার করতে পারবেন। সঙ্গে থাকছে সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ।
ভিআই-এর এই প্ল্যানে ৬০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সঙ্গে থাকছে ৫০ জিবি ডেটা। আনলিমিটেড ভয়েস কলের সঙ্গেই এই প্ল্যানের গ্রাহকরা প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহার করতে পারবেন। সঙ্গে থাকছে ভি মুভিজ অ্যান্ড টিভি সাবস্ক্রিপশন।
আবার এই একই অফার রয়েছে এয়ারটেলের ক্ষেত্রেও। তবে তার মূল্য ৪৫৬ টাকা। এয়ারটেল এই রিচার্জে ৫০ জিবি ডেটা দিচ্ছে। এই প্ল্যানে ৬০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সঙ্গে থাকছে ৫০ জিবি ডেটা। আনলিমিটেড ভয়েস কলের সঙ্গেই এই প্ল্যানের গ্রাহকরা প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহার করতে পারবেন। সঙ্গে থাকছে আমাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন, উইঙ্ক মিউজিক, এয়ারটেল এক্সস্ট্রিম সাবস্ক্রিপশন।