scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp-এ কীভাবে Corona ভ্যাকসিন স্লট বুক করবেন? জানুন

WhatsApp-এ Corona ভ্যাকসিন স্লট বুকিং
  • 1/6

WhatsApp ইউজারদের জন্য সুখবর। এবার থেকে করোনার ভ্যাকসিনের স্লট বুক করা যাবে এই অ্যাপেই। whatsApp-এ কীভাবে টিকাকরণের স্লট বাছা যাবে? আসুন দেখে নিই।  

WhatsApp-এ Corona ভ্যাকসিন স্লট বুকিং
  • 2/6

এদিন সকালে টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুথ মাণ্ডভিয়া জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে, মাইগভইন্ডিয়া ও করোনা হেল্পডেস্কে স্লট বুক করা যাবে। 

WhatsApp-এ Corona ভ্যাকসিন স্লট বুকিং
  • 3/6

কীভাবে বুক করবেন ? WhatsApp থেকে 9013151515 নম্বরে Book Slot লিখে পাঠালে মোবাইলে একটি OTP আসবে।  আর তাই দিয়ে ভেরিফিকেশন করতে হবে।

Advertisement
WhatsApp-এ Corona ভ্যাকসিন স্লট বুকিং
  • 4/6

এবার MyGov কো-উইন (CoWin) পোর্টালে আপনার নম্বরের মাধ্যমে দাখিল করা প্রতিটি সদস্যের নাম দেখাবে।

WhatsApp-এ Corona ভ্যাকসিন স্লট বুকিং
  • 5/6

নির্দেশ অনুযায়ী ১/২/৩ সিলেক্ট করুন। নিজের এলাকার পিন কোড দিন। সঙ্গে সঙ্গেই আপনার নিকটবর্তী টিকাকেন্দ্রগুলি দেখতে পাবেন। 

WhatsApp-এ Corona ভ্যাকসিন স্লট বুকিং
  • 6/6

প্রসঙ্গত, এর আগই হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকা প্রাপ্তির শংসাপত্র পেয়েছেন অনেকে। জানা গিয়েছে,  মোট ৩২ লক্ষ মানুষ হোয়াটসঅ্যাপে শংসাপত্র ডাউনলোড করেছেন। 

Advertisement