বেঙ্গালুরু ভিত্তিক অনলাইন গ্রসারি সংস্থা Big Basket এর প্রায় ১ কোটি গ্রাহকদের ডেটা ফাঁস হয়ে গিয়েছে। ফাঁস হওয়া তথ্যে ব্যবহারকারীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, মেল আইডি এবং জন্ম তারিখ রয়েছে।
ShinyHunters নামে এক হ্যাকার সম্প্রতি Big Basket ডেটা বেস হ্য়াক করে সব তথ্য হাতিয়ে নিয়েছে। Techcrunch এর রিপোর্ট অনুযায়ী, এই তথ্য এখন যে কেউ চাইলে ডাউনলোড করতে পারবেন। সাইবার ক্রাইম ফোরামে এই তথ্য এখনও রয়েছে।
তথ্য অনুযায়ী, পাসওয়ার্ড SHA1 algorithm সঙ্গে হ্যাশট্যাগ রয়েছে। প্রায় ২০ লাখের পাসওয়ার্ড প্রকাশিত হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় ৭ লাখ গ্রাহক তাদের পাসওয়ার্ড রেখেছে password নামে।
Big Basket এখনও পর্যন্ত এই অনলাইন ফাঁস হওয়া ডেটা সম্পর্কে কিছু বলেনি। এর আগে সংস্থাটি এ বিষয়ে সাইবার পুলিশে মামলা করেছে। তথ্যটি গত বছরের অক্টোবরে প্রথম ফাঁস হয়েছিল।
জনপ্রিয় সংস্থা Have I Been Pwned বিগ বাস্কেটের গ্রাহকদের মেল পাঠাতে শুরু করেছে। মূলত যাদের তথ্য ফাঁস হয়েছে তাদেরই মেল পাঠানো হচ্ছে। এর রেকর্ড রয়েছে ১৪ অক্টোবর। ২৪,৫০০,০১১ জন গ্রাহক এই হানার শিকার হয়েছে।