scorecardresearch
 
Advertisement
টেক

Electric Scooters Under Rs 50000: দেখতে ফাটাফাটি, মাইলেজ দুর্দান্ত, ৫০ হাজারের কমে বিকোচ্ছে ৫ ই-স্কুটার

Electric Scooter
  • 1/8

পেট্রোল-ডিজেলের দাম আর কমার সম্ভাবনা নেই বললেই চলে। জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য অনেকেই বৈদ্যুতিন গাড়ি ব্যবহারের দিকে ঝুঁকছেন। তার প্রমাণ ইলেকট্রিক গাড়ির ক্রমবর্ধমান বিক্রি। তবে সাধ থাকলেও সাধ্যে পোষাচ্ছে না। এই প্রতিবেদনে বাজেট ই-স্কুটার বিশদ তথ্য তুলে দেওয়া হল। ৫০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ই-স্কুটি। 

Electric Scooter
  • 2/8

ইলেকট্রিক স্কুটারের যেমন দামি মডেল রয়েছে তেমনই কম দামের ই-যানও বিকোচ্ছে। ৫০ হাজারের মধ্যে এনেছে ই-স্কুটার এনেছে বিভিন্ন সংস্থা।

Electric Scooter
  • 3/8

কোমাকি, বাউন্স, অ্যাভন. ই-ভোলেট ডার্বি এবং রফতারের স্কুটারের দাম ৫০ হাজারের নীচেই। দাম কমলেও ফিচার কিন্তু ফাটাফাটি।

Advertisement
Bounce Infinity 
  • 4/8

Bounce Infinity 

৫০ হাজার টাকার কম বাজেটের ইলেকট্রিক স্কুটারের মধ্যে দুর্দান্ত বিকল্প ভারতীয় সংস্থা বাউন্স ইনফিনিটির স্কুটার। Bounce Infinity E1 স্কুটারের দাম প্রায় ৪৫,০৯৯ টাকা (এক্স শোরুম)। ব্যাটারি বদল করা যায়। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার। দেখতে তো দুর্দান্ত। সেই সঙ্গে ফিচারও অসম্ভব ভাল। 

Komaki X1
  • 5/8

Komaki X1 

৫০ হাজার টাকার কমে কিনতে পারেন কোমাকির ইলেকট্রিক স্কুটার। Komaki XGT KM ইলেকট্রিক স্কুটারের দাম ৪২,৫০০ টাকা (এক্স শোরুম)। Komaki X1 ইলেকট্রিক স্কুটারের দাম ৪৫ হাজার টাকা। দুই স্কুটারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৫ কিলোমিটার। 

Raftaar Electrica     
  • 6/8

Raftaar Electrica     

ইলেকট্রিক স্কুটার কিনতে হলে রফতার বিকল্প হিসেবে দেখতে পারেন। Raftaar Electrica-র দাম ৪৮,৫৪০ টাকা থেকে শুরু (এক্স শোরুম)। একবার চার্জ দিলে ১০০ কিলোমিটার পর্যন্ত চলে। ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, পুশ বটন স্টার্ট, অ্যান্টি থেফট অ্যালার্মের মতো ফিচার রয়েছে এই স্কুটারে। 

  

Crayon Zeez 
  • 7/8

Crayon Zeez 

বাজেট কম থাকলে Crayon Zeez ই-স্কুটার দেখতে পারেন। দুর্দান্ত লুক রয়েছে।  শহরাঞ্চলের সরু রাস্তাঘাটকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে এই স্কুটারকে। ৪৮ হাজার টাকা (এক্স শোরুম) থেকে দাম শুরু। ২৫০ ওয়াটের শক্তিশালী মোটর রয়েছে ইলেকট্রিক স্কুটারে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার। 

 

Advertisement
Avon E-SCOOT 504 
  • 8/8

Avon E-SCOOT 504 

সাধ ও সাধ্যের দারুণ মেলবন্ধন ঘটিয়েছে অ্যাভন সংস্থার E-SCOOT 504 ই-স্কুটার। দাম ৪৫ হাজার টাকা (এক্স শোরুম)। একবার চার্জ দিলে ৬৫ কিলোমিটার পর্যন্ত চলে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪ কিলোমিটার। এছাড়া Merico Eagle 100 (4.8), Ujaas eGo LA-র মতো ই-স্কুটারের ৫০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।   

Advertisement