scorecardresearch
 
Advertisement
টেক

Facebook Name : নাম বদলে যাচ্ছে Facebook-এর! নয়া চমকের প্ল্যান জুকেরবার্গের

নাম বদলে যাচ্ছে Facebook-এর!
  • 1/7

নাম বদলে ফেলার পরিকল্পনা করছে ফেসবুক (facebook)। খবরে প্রকাশ, মার্ক জুকেরবার্গ তাঁর কোম্পানির নাম বদলে ফেলতে পারেন শীঘ্রই। 

নাম বদলে যাচ্ছে Facebook-এর!
  • 2/7

সূত্রের খবর ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে।  ফেসবুক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও এখন একাধিক প্ল্যাটফর্ম তারা চালায়। 

নাম বদলে যাচ্ছে Facebook-এর!
  • 3/7

সেই কারণে এবার নতুন নামে আত্মপ্রকাশ করার কথা ভাবছে ফেসবুক। চলতি মাসের ২৮ তারিখ এই নাম বদল হতে পারে। আনুষ্ঠানিক ঘোষণাও করতে পারেন জুকেরবার্গ। 
 

Advertisement
নাম বদলে যাচ্ছে Facebook-এর!
  • 4/7

শোনা যাচ্ছে, নতুন যে নামে সংস্থা আত্মপ্রকাশ করবে তার অধীনে হয়তো একটি অ্যাপের নাম থাকবে ফেসবুক। তবে মূল কোম্পানির নাম বদলে যাবে। 

নাম বদলে যাচ্ছে Facebook-এর!
  • 5/7

নতুন পরিচয়ে ফেসবুকের আত্মপ্রকাশ করার প্রধান কারণ কী ? এই বিষয়ে এখনও ফেসবুকের তরফে কোনও মন্তব্য করা হয়নি। 

নাম বদলে যাচ্ছে Facebook-এর!
  • 6/7

 তবে মনে করা হচ্ছে, বড় কোনও উদ্দেশ্য নিয়ে বাজারে ছেয়ে যেতে চাইছে এই সংস্থা। সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের থেকেও বড় কিছু করতে চাইছে তারা। 

নাম বদলে যাচ্ছে Facebook-এর!
  • 7/7

ফেসবুক এই নিয়ে কোনও বিবৃতি জারি করেনি। তবে এক সপ্তাহের মধ্যে নতুন নাম ঘোষণা হতে পারে। এই নতুন নামটি কী হবে তা এখনই কিছু বলা সম্ভব নয়। তবে খুব তাড়াতাড়ি তা জানা যাবে বলেই মত বিশেষজ্ঞদের। 

Advertisement