scorecardresearch
 
Advertisement
টেক

ভুয়ো CoWinHelp অ্যাপ থেকে সাবধান! টিকার নামে চলছে জালিয়াতি

কোভিড পরিস্থিতি
  • 1/6

কোভিড পরিস্থিতি টিকা নেওয়ার জন্য সকলে চেষ্টা চালাচ্ছেন। এই পরিস্থিতি টিকা নেওয়ার ক্ষেত্রে অনলাইনে ছড়াচ্ছে জালিয়াতি চক্র। টিকা নেওয়ার স্লট বুকিং করার নামে আপনার মোবাইলে চলে আসছে ভুয়ো লিঙ্ক। একটু সতর্ক না হলে বড় বিপাকে পড়তে পারেন আপনিও।

BGR এর একটি রিপোর্ট
  • 2/6

BGR এর একটি রিপোর্ট অনুযায়ী, নতুন এই জালিয়াতিতে একটি ভুয়ো মেসেজে পাঠানো হচ্ছে। +91912687440 এই নম্বর ব্যবহার করে ভুয়ো মেসেজটি পাঠানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে, ১৮ বছরের উপরে যে কেউ CoWinHelp অ্যাপে কোভিডের টিকা নেওয়া জন্য স্লট বুক করতে পারবেন। 
 

এই জাতীয় কোনও
  • 3/6

এই জাতীয় কোনও মেসেজ সাধারণত সরকার থেকে পাঠানো হয়। কোনওদিন এমন নম্বর থেকে পাঠানো হয় না। তাই এই সব নম্বর থেকে মেসেজ এলে তা এড়িয়ে চলুন। 

Advertisement
একটু ভালো করে লক্ষ্য
  • 4/6

একটু ভালো করে লক্ষ্য রাখলে বোঝা যাবে যে, মেসেজটিতে প্রচুর ভুল রয়েছে। এখানে বলা হয়েছে ভ্যাকসিনের জন্য রেজিস্টার করুন। ১৮ বছরের উপরে যে কেউ CoWinHelp অ্যাপে ভ্যাকসিন স্লট বুক করুন। সেই সঙ্গে একটি লিঙ্কও দেওয়া হচ্ছে। 
 

প্রসঙ্গত, সরকারের
  • 5/6

প্রসঙ্গত, সরকারের তরফ থেকে আগেই বলে দেওয়া হয়েছে CoWiHelp এখনও আনুষ্ঠানিকভাবে তৈরি হয়নি। এই অ্যাপটি প্লে স্টোর কিংবা গুগল স্টোরে নেই। কোভিডের টিকা স্লট টিকা স্লট CoWiHelp portal বা ওয়েবসাইট থেকে বুক করা যায়।
 

এখনও পর্যন্ত
  • 6/6

এখনও পর্যন্ত এরক কোনও অ্যাপ সরকার তৈরি করেনি। তবে কেউ যদি ভ্যাকসিনের স্লট বুক করতে চায় তাহলে  https://www.cowin.gov.in এই লিঙ্কে করুন। এখান থেকে যাবতীয় কাজ করতে পারবেন।

Advertisement