scorecardresearch
 
Advertisement
টেক

PUBG-র কায়দায় বন্ধুদের নিয়ে খেলতে পারবেন FAU-G! জানুন বিশদে

লঞ্চ হওয়ার পরে
  • 1/6

লঞ্চ হওয়ার পরে অবশেষে বড় বদল ভারতীয় গেম ফৌজিতে। সিঙ্গেলমুড স্টোরিলাইনের পরে এবার এতে আসতে চলেছে টিম ডেথম্যাচ। যদিও আগেই গেমটির নির্মাতাদের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল টিম ডেথম্যাচ অপশন আসবে।

সম্প্রতি একটি ট্রেলার
  • 2/6

সম্প্রতি একটি ট্রেলার সামনে এসেছে। সেখানে টিম ডেথম্যাচ সম্পর্কে বলা হয়েছে। দেখা যাচ্ছে অত্যাধুনিক রাইফেল ও স্নাইপার দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে গ্রেনেডও। 

একসঙ্গে ৪-৫ জন
  • 3/6

একসঙ্গে ৪-৫ জন টিম করে অপর টিমের বিরুদ্ধে খেলতে পারবেন। কল অফ ডিউটি মোবাইল কিংবা পাবজি মোবাইলে এভাবে খেলা যায়। তবে ব্যাটল ব়য়্যাল মুড এখনও চালু হয়নি এই গেমটিতে।

Advertisement
গেমটি লঞ্চ হওয়ার পরে
  • 4/6

গেমটি লঞ্চ হওয়ার পরে গেমারদের তরফে অনেক অভিযোগ সামনে এসেছিল। বলা হয়েছিল যে শুধুমাত্র স্টোরিলাইন মুড নিয়ে আসা হয়েছে গেমটিতে। কোনও বন্দুকও ছিল না। কিন্তু এবার আসছে নতুন অপশন।
 

তবে টিম ডেথ ম্যাচ
  • 5/6

তবে টিম ডেথ ম্যাচ আসলেও আগের মতো স্টোরি লাইন মুডও থাকবে। তবে গেমটিতে ব্যাটস রয়্যাল মুড আদৌ চালু হবে কিনা, সেটি সম্পর্কে এখন জানা যায়নি। 

ডেথম্যাচ মুড চালু
  • 6/6

ডেথম্যাচ মুড চালু হওয়ায় চাইলে নিজের বন্ধুদের নিয়েও খেলা যাবে। কারণ ডেথম্যাচ মুড খেলতে হলে ৪-৫ জন প্লেয়াল লাগে।


 

Advertisement