scorecardresearch
 
Advertisement
টেক

আজই শেষ দিন! এটি না করলে কাল থেকে Gmail অকেজো হবে

১ জুন থেকে
  • 1/7

১ জুন থেকে Google Photos-এ নয়া নিয়ম আসছে। গ্রাহকদের জন্য ১৫ জিবি স্পেস ফ্রিতে দেওয়া হচ্ছে। অতিরিক্ত ফোটো কিংবা ভিডিও রাখতে হলে তার জন্য খরচ করতে হবে গ্রাহকদের। অর্থাৎ আজকেই শেষ দিন। আগামীকাল থেকে নয়া এই নিয়ম চালু হচ্ছে। 
 

যেই ১৫ জিবি ফ্রি
  • 2/7

যেই ১৫ জিবি ফ্রি স্পেস দিচ্ছে তার মধ্যেই মেল, ছবি, ভিডিও এবং অন্যান্য তথ্য থাকবে। এই ১৫ জিবি ভর্তি হয়ে গেলে গুগলের তরফ থেকে সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে একটি নোটিফিকেশন যাবে। অতিরিক্তি ছবি কিংবা অন্য কিছু রাখতে গেলে তবেই টাকা খরচ করতে হবে। 

তবে গ্রাহকদের
  • 3/7

তবে গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি দিয়েছে গুগল ফটোস। ১ জুনের আগে যদি কারোর এই ১৫ জিবি ভর্তি হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট ওই গ্রাহকের কোনওরকম টাকা দিতে হবে না। কিন্তু ১ জুনের পরেও যদিও ১৫ জিবির বেশি ছবি, ভিডিও ও মেল থাকে, তার জন্য টাকা দিতে হবে।

Advertisement
এক্ষেত্রে নয়া দামের
  • 4/7

এক্ষেত্রে নয়া দামের প্ল্যানও নিয়ে এসেছে সংস্থা। ১০০ জিবি স্টোরেজের জন্য মাসে ১৩০ টাকা ও বছরে ১,৩০০ টাকা দিতে হবে। ২০০ জিবি স্টোরেজের জন্য মাসে ২১০ টাকা ও বছরে ২,১০০ টাকা দিতে হবে।

এভাবে আলাদা
  • 5/7

এভাবে আলাদা আলাদা দামে সাবস্ক্রিপশন প্ল্যানগুলি রয়েছে। সর্বোচ্চ ৩০ টিবি ক্লাউড স্টোরেজের জন্য এই প্ল্যানগুলি নিয়ে আসা হয়েছে। 
 

১ জুনের পরে
  • 6/7

১ জুনের পরে যদি কোনও গ্রাহকের ১৫জিবি ফ্রি স্টোরেজ ভর্তি হয়ে যায় এবং তিনি যদি আর রিচার্জ না করেন তাহলে অনেক সমস্যায় পড়বেন। বিশেষ করে গুগল ফটোসে নতুন ছবি কিংবা ভিডিও আর সেভ নেবে না। সেই সঙ্গে প্রভাব পড়বে জিমেলেও। সেখানে নতুন মেল আসবে না। কাউকে মেলও পাঠাতে পারবেন না।
 

ফলে ওই গ্রাহকের
  • 7/7

ফলে ওই গ্রাহকের পুরনো মেল, ছবি ও ভিডিও ডিলিট করতে হবে। কিংবা নতুন করে সাবস্ক্রিপশন নিতে হবে যে কোনও একটি প্যাকের।

Advertisement