scorecardresearch
 
Advertisement
টেক

কেউ কি আপনার Facebook-এ Log In করেছে? জানুন অ্যাকাউন্ট সুরক্ষিত করার উপায়

প্রতীকী ছবি
  • 1/6

ইন্টারনেট যতটা প্রয়োজনীয় পরিষেবা, ততটাই বিপজ্জনকও। তাই গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময়ই নিজেদের ফেসবুক (Facebook) অ্যাকাউন্ট নিয়ে আশঙ্কায় থাকেন ইউজাররা। 

প্রতীকী ছবি
  • 2/6

বহু মানুষ ফেসবুক ব্যবহার করেন। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাকাউন্টের (Facebook Account) সুরক্ষা ও নিরাপত্তা। যদি অন্য কেউ আপানার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে তবে তা আপনি বুঝতে পা

প্রতীকী ছবি
  • 3/6

আপনার ফেসবুক অ্যাকাউন্ট কারা কারা লগ ইন করছে সেটা শুধু বুঝতে পারাই নয়, তাদের রিমুভ করে অ্যাকাউন্ট রিকভারও করা যাবে। আর সেটি করা যাবে খুবই সহজে।
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

কারা আপনার অ্যাকাউন্ট লগ ইন করেছে তা জানতে প্রথমে ফেসবুককে অ্যাপ বা ডেক্সটপে খুলতে হবে। ফেসবুক এখানে একটি সেটিংস অপশান দেয়, যেখানে অজ্ঞাত ডিভাইস থেকে লগ ইন করা হলে সেটিকে বন্ধ করা যায়। 

প্রতীকী ছবি
  • 5/6

ফেসবুক খোলার পর প্রথমেই যেতে হবে সেটিংসে। তারপর সিকিউরিটি লগ ইন অপশানে যেতে হবে। সেখানে Where you’re logged in অপশানে ক্লিক করতে হবে। 

প্রতীকী ছবি
  • 6/6

সেখানে কোন কোন জায়গা থেকে আপনার অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে তার সম্পূর্ণ তালিকা পেয়ে যাবেন। সেখান থেকে অজ্ঞাত ডিভাইসগুলিকে সরিয়ে দিয়ে পাসওয়ার্ড বদলে নিন। একইসঙ্গে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত করতে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অন করুন। 

Advertisement