scorecardresearch
 
Advertisement
টেক

মোবাইল নম্বর না দিয়েও Whatsapp খোলা যায়, কীভাবে ?

হোয়াটসঅ্যাপে
  • 1/7

হোয়াটসঅ্যাপে অনেকই চান নিজের নম্বর সরিয়ে অন্য কোনও ভার্চুয়াল নম্বর রাখতে। বিশেষ করে ভুয়ো কল কিংবা ভিডিও কলের সমস্যায় অনেকেই ভোগেন। কিন্তু সমস্যা থেকেও রেহাই মিলতে পারে।

অনলাইনে বেশ
  • 2/7

অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে বিনামূল্যে নম্বর দেওয়া ভার্চুয়াল মাধ্যমে। সেখানে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা যাবে।

উদাহরণ স্বরূপ
  • 3/7

উদাহরণ স্বরূপ TextNow অ্যাপটি থেকে ভারত ও কানাডার নম্বর বিনামূল্যে পাওয়া যায়। এই অ্যাপে লগ ইন করে আপনি যে কোনও একটি নম্বর নিতে পারেন।

Advertisement
পরে সেটি দিয়ে
  • 4/7

পরে সেটি দিয়ে হোয়াটসঅ্যাপ খুললে একটি ওটিপি আসবে। সেটি আপনি এই অ্যাপেই পাবেন। কিন্তু ওটিপি নিতে গেলে এই অ্যাপে আপনাকে কিছু টাকা দিতে হবে।

তবে বিনামূল্যেও
  • 5/7

তবে বিনামূল্যেও ওটিপি দেয় এমন প্রচুর ওয়েবসাইট রয়েছে। সেখানে আপনিও কোনও নম্বর নিয়ে একেবারে ফ্রিতেই হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন।

তবে এতে
  • 6/7

তবে এতে একটি সমস্যা রয়েছে। কোনও একজন গ্রাহক একটি নম্বর ওয়েবসাইট থেকে নিলেও অপর আরেকজনও সেই একই নম্বর ওয়েবসাইট থেকে নিতে পারেন। ফলে এতে বিপাকে পড়বেন দুজনেই।

ফলে যেখানে থেকে
  • 7/7

ফলে যেখানে থেকে নম্বর নেওয়া হচ্ছে, সেখানে ভালো ভাবে যাচাই করা দরকার। কারণ সেই একই নম্বর যাতে অন্য কাউকে না দেওয়া হয়।

Advertisement