Advertisement
টেক

বদলে যাওয়া Hyundai Venue ভেন্যু, এবার একই দামে আরও বড়, লঞ্চ কবে?

hyundai next gen
  • 1/10

দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা সংস্থা hyundai ফের ভারতীয় বাজারে বড় চমক দিতে চলেছে। জনপ্রিয় কমপ্যাক্ট SUV ভেন্যুর next gen মডেলের অফিসিয়াল টিজার প্রকাশ করেছে সংস্থা।

hyundai next gen
  • 2/10

নতুন ভেন্যু আসছে ৪ নভেম্বর, আগের তুলনায় অনেক বেশি স্টাইলিশ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর রূপে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত টিজার ভিডিও ইতিমধ্যেই গাড়িপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

hyundai next gen
  • 3/10

ভিডিওতে গাড়ির সামনের দিকের ঝলক দেখা গিয়েছে, বাকি অংশ গোপন রাখা হয়েছে রহস্য বজায় রাখতে।

 

Advertisement
hyundai next gen
  • 4/10

প্রথম নজরেই বোঝা যাচ্ছে, পুরনো ভেন্যুর তুলনায় নতুন ডিজাইন একেবারেই আলাদা। বনেটের উপরে এলইডি স্ট্রিপ, দুই প্রান্তে ডিআরএল-সহ হেডল্যাম্প ইউনিট, আর নতুন গ্রিল ডিজাইন।সব মিলিয়ে সামনে থেকে আরও শক্তিশালী ও ভবিষ্যতধর্মী চেহারা পেয়েছে গাড়িটি।

 

hyundai next gen
  • 5/10

সংস্থা এখনও সম্পূর্ণ ডিজাইন প্রকাশ করেনি। তবে টেস্টিং চলাকালীন যে ছবিগুলি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, গাড়ির সামনে স্কিড প্লেট, ছাদে ফাংশনাল রেল, পিছনে এলইডি টেলল্যাম্পের সঙ্গে ব্ল্যাক প্যানেল এবং নতুন অ্যালয় হুইলস, যা ভেন্যুকে দিয়েছে স্পোর্টি ও প্রিমিয়াম চেহারা।

 

hyundai next gen
  • 6/10

অভ্যন্তরেও বদল এসেছে অনেক। কেবিন এখন আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর। থাকছে ডুয়াল ১০.২-ইঞ্চি কার্ভড ডিসপ্লে সেটআপ, নতুন ড্যাশবোর্ড ডিজাইন ও উন্নত মানের সিট কভার।

hyundai next gen
  • 7/10

ফিচারের তালিকায় আছে ৩৬০-ডিগ্রি ক্যামেরা, এডিএএস, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড ও পাওয়ার ফ্রন্ট সিট, ওয়্যারলেস চার্জিং, রিয়ার এসি ভেন্ট এবং টাইপ-সি ইউএসবি পোর্ট।

 

Advertisement
hyundai next gen
  • 8/10

ইঞ্জিনের দিক থেকে, নতুন ভেন্যু আগেরই পাওয়ারট্রেন ধরে রাখবে। থাকবে ১.২ লিটার কাপ্পা পেট্রোল, ১.০ লিটার টার্বো জিডিআই পেট্রোল এবং ১.৫ লিটার ইউটু সিআরডিআই ভিজিটি ডিজেল ইঞ্জিনের বিকল্প।

hyundai venue 
  • 9/10

গাড়ি বিশেষজ্ঞদের মতে, ডিজাইন ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন hyundai venue এক বড় পদক্ষেপ। ভারতের কমপ্যাক্ট SUV বাজারে নতুন দিশা দেখাতে পারে এই মডেল।

 

hyundai venue 
  • 10/10

মূল্য ঘোষণা হবে লঞ্চের দিন, অর্থাৎ ৪ নভেম্বর। বর্তমানে hyundai venue-র দাম শুরু ৭ লক্ষ ছাব্বিশ হাজার টাকা থেকে, টপ মডেলের দাম ১২ লক্ষ ছেচল্লিশ হাজার (এক্স-শোরুম) পর্যন্ত। নতুন সংস্করণের দামও সেই সীমার কাছাকাছি থাকার সম্ভাবনা।

Advertisement