স্বাধীনতা দিবস (Independence Day) চলে এল। আর কিছুক্ষণের অপেক্ষা। সারা দেশে মহা সমারোহে পালন করা হবে স্বাধীনতা দিবস (Independence Day)। এই বিশেষ সময়ে এক স্মার্টঘড়ি প্রস্তুতকারী সংস্থা দারুণ ছাড় আনল। অ্যামাজফিট (Amazfit) স্বাধীনতা দিবসে সেলের ঘোষণা করেছে।
অ্যামাজফিট (Amazfit) কী কী ছাড় দিচ্ছে, জেনে নিই। ১৫ আগস্ট (Independence Day)-এ অ্যামাজফিটের স্মার্ট ওয়াচ অ্যামাজন এবং অ্যামাজফিট (Amazfit)-এর ওয়েবসাইট থেকে ছাড়ে পাওয়া যাবে। ওই সংস্থার সবথেকে জনপ্রিয় ঘড়িগুলিতে ছাড় দেওয়া হচ্ছে। কোন কোন ঘড়ি থাকছে সেই তালিকায়? বিপ ইউ (Bip U), বিপ ইউ (Bip U Pro) এবং জিটিএস২ মিনি ( GTS 2 Mini) ঘড়িতে ছাড় দেওয়া হবে।
এবার দেখি কোন ঘড়িতে কত ছাড় দেওয়া হবে। বিপ ইউ (Bip U) ঘড়ির দাম ৩ হাজার ৯৯৯ টাকা। তবে স্বাধীনতা দিবসে তার দাম থাকবে ৩ হাজার ৫৯৯ টাকা। বিপ ইউ (Bip U Pro) মিলবে ৪ হাজার ৬৯৯ টাকায়। তার দাম ৪ হাজার ৯৯৯ টাকা। তেমনই জিটিএস২ মিনি ( GTS 2 Mini) ৬ হাজার ৯৯৯ টাকার বদলে পাওয়া যাবে ৬ হাজার ৪৯৯ টাকায়।
অ্যামাজফিট বিপ ইউ ( Amazfit Bip U) ঘড়ির ফিচার দেখে নেওয়া যাক। এটির সাহায্যে রক্তচাপ, অক্সিজেনের মাত্রা মাপা যায়। এর পাশাপাশি স্ট্রেস মনিটর, হার্ট মনিটর, ৬০-র বেশি স্পোর্টস মোড, ৫এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স আর কালার টেক্সট স্মার্ট নোটিফিকেশনের মতো ফিচার রয়েছে।
এবার দেখি অ্যামাজফিট বিপ ইউ প্রো ( Amazfit Bip U Pro)-তে কী কী গুণ রয়েছে। এখানে হার্ট রেট মনিটর, অক্সিজেনের মাত্রা, ১.৪৩ ইঞ্চি কালার টাচ স্ক্রিন, ৬০-র বেশি স্পোর্টস মোড, ৫এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স আর স্মার্ট নোটিফিকেশনের মতো ফিচার রয়েছে। এর পাশাপাশি রয়েছে ৯ দিনের ব্য়াটারি, বিল্ট ইন জিপিএস, বিল্ট ইন অ্যালেক্সা।