scorecardresearch
 
Advertisement
টেক

TikTok-এর সব ফিচার এবার Instagram-এই, আসছে...

ইনস্টাগ্রামে টুইটারের ফিচার
  • 1/6

ফটো এবং ভিডিও শেয়ারিং App ইনস্টাগ্রাম এখন একটি নতুন ফিচারের সঙ্গে আসতে চলেছে। এই ফিচার টিকটকের আগে থেকেই মজুত রয়েছে। এই ফিচারে ইনস্টাগ্রামে ফুলস্ক্রিন ভার্টিক্যাল ভিডিও অ্যাড করা হচ্ছে। এই নিয়ে  Instagram চিফ Adam Mosseri টুইটারে পোস্ট করে দিয়েছেন।

ইনস্টাগ্রামে টুইটারের ফিচার
  • 2/6

তিনি টুইট করে জানিয়েছেন ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত ইমার্সিভ এক্সপেরিয়েন্স মেন হোম সিরিজের জন্য টেস্ট করা হচ্ছে। এই ফিচার থেকে হোমস্ক্রিন বদলে যাবে। এতে ভিজুয়াল কনটেন্টের জন্য বেশি স্পেস পাওয়া যাবে।

ইনস্টাগ্রামে টুইটারের ফিচার
  • 3/6

এরমধ্যে নেভিগেশন বার এবং বটমে থাকা আরও একটি বার-কে উপরে নিয়ে যাওয়া হয়েছে। বটম নেভিগেশন বার থেকে আপনি রিল ডিসকভারি ট্যাব এবং নিজের পেজ অ্যাক্সেস করতে পারবেন। টপ বারের উপর একটি অপশন হবে, যেখানে আপনি নোটিফিকেশন চেক করতে পারবেন। তা ছাড়া মেসেজ ওপেন করতে পারবেন এবং নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবেন।

Advertisement
ইনস্টাগ্রামে টুইটারের ফিচার
  • 4/6

ইনস্টাগ্রাম রিলস এর পিকচার অত্যন্ত পপুলার। প্ল্যাটফর্মে কাটানো সময়ের ২০ শতাংশ টাইম user's রা reel দেখতে খরচ করেন। এই কারণে প্লাটফর্মে বেশি ভিডিও কনটেন্ট প্ল্যাটফর্ম টেস্ট করা হচ্ছে। Adam Mosseri ইনস্টাগ্রাম ইউজারদের জন্য এটা নিয়ে ফিডব্যাক চেয়েছেন। কিন্তু শর্ট ভিডিওতে এর জনপ্রিয়তা দেখে মনে করা হচ্ছে যে এরপর কোম্পানি নিজের ফোকাস সরাবে না।

 

ইনস্টাগ্রামে টুইটারের ফিচার
  • 5/6

ইনস্টাগ্রাম রিলস creator's দের ক্যাশ বোনাস দেওয়া হচ্ছে। যাতে বেশি করে ভিউজ ক্রিয়েট করেন। কোম্পানি একাধিক লেটার ফর্ম্যাট টেম্প্লেটস কেও অ্যাক্সেস user's দেওয়া হচ্ছে। যাতে user's নিজেদের ভিডিওর জন্য রিল ফরম্যাট সিলেট করতে পারেন।

 

ইনস্টাগ্রামে টুইটারের ফিচার
  • 6/6

টিক টকে ব্যান হওয়ার পরে ইউজাররা ইনস্টাগ্রামে সেখানকার ভিডিও পোস্ট করছেন। কিন্তু মনে করা হচ্ছে যে মেটা নিজেদের র্যাংকিং অ্যালগোরিদমে বদল আনছে। এটি কেবল অরিজিনাল কনটেন্ট এর জন্যই রিওয়ার্ড করবে।

Advertisement