scorecardresearch
 
Advertisement
টেক

সস্তায় 5G ফোন JioPhone Next! লঞ্চ আর ক'দিন পরেই, দাম কত?

১০ সেপ্টেম্বর
  • 1/7

১০ সেপ্টেম্বর লঞ্চ হবে জিওফোন নেক্সট। যদি তার আগেই স্মার্টফোনটি প্রি-বুকিংয়ের জন্য পাওয়া যাবে। রিপোর্ট অনুসারে, জিও ইতিমধ্যেই এই ফোনের ব্যাপারে খুচরো দোকানগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে। 

জুন মাসে
  • 2/7

জুন মাসে রিলায়েন্সের এজিএম চলাকালীন মুকেশ অম্বানি এই স্মার্টফোনের ঘোষণা করেন। JioPhone Nextকে এখন পর্যন্ত সবচেয়ে সস্তা 4G স্মার্টফোন হিসেবে বলা হচ্ছে। 
 

গুগলের সাহায্যে
  • 3/7

গুগলের সাহায্যে এই ফোনটি তৈরি করা হয়েছে। যদিও এর দাম এখনও প্রকাশ করা হয়নি। তবে ফোনের ফিচারগুলি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। 
 

Advertisement
রিপোর্ট অনুযায়ী
  • 4/7

রিপোর্ট অনুযায়ী, জিও নেক্সট স্মার্টফোনে কোয়ালকম ২১৫ প্রসেসর দেওয়া হবে, যা 1.3GHz পর্যন্ত হবে। পাশাপাশি থাকবে গুগল প্লে স্টোর।

JioPhone Next
  • 5/7

JioPhone Next দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা যেতে পারে। একটিতে ২ জিবি ব়্যাম এবং অপরটিতে ৩ জিবি র‍্যাম দেওয়া হবে। এই স্মার্টফোনের অভ্যন্তরীণ স্টোরেজ ১৬ জিবি এবং ৩২ জিবি থাকবে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
  • 6/7

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় সুন্দর পিচাই বলেছিলেন যে এই ফোনের ক্যামেরাও ভালো হবে। স্মার্টফোন ব্যবহারকারীদের আপাতত টার্গেট করে নিয়ে আসা হচ্ছে জিও ফোন নেক্সট।

প্রসঙ্গত, এর
  • 7/7

প্রসঙ্গত, এর আগের জিওফোন ভারতেও জনপ্রিয় হয়েছিল, কিন্তু কিছু সময়ের পরে সেটার জনপ্রিয়তা হ্রাস পায়। এর নেপথ্যে ডিসপ্লে এবং ফিচারসহ অনেক কারণ ছিল। এজন্যই এবার রিলায়েন্স ডিসপ্লে এবং ক্যামেরার মতো ফিচারের দিকে বেশি মনোযোগ দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

Advertisement