scorecardresearch
 
Advertisement
টেক

Jio ধামাকা! সস্তার স্মার্টফোনের চেয়েও কম দামে ল্যাপটপ বাজারে

সস্তা স্মার্টফোনের চেয়েও কম দাম, জিও-র সস্তা ল্যাপটপ JioBook লঞ্চ হল
  • 1/6

জিও নিজের সস্তা ল্যাপটপ অফিশিয়াল লঞ্চ করে দিয়েছে। এখন জিও বুক সমস্ত ইউজাররা কিনতে পারবেন। এই ডিভাইস ওই সমস্ত লোকেদের জন্য খুব ভাল অপশন, যাঁরা সস্তায় ল্যাপটপ কিনতে চান। আপনি রিলায়েন্স ডিজিটাল স্টোর অনলাইনে জিও বুক কিনতে পারবেন। এতে দমদার ব্যাটারি এবং সিম সাপোর্ট এর মত ফিচার দেওয়া হয়েছে।

সস্তা স্মার্টফোনের চেয়েও কম দাম, জিও-র সস্তা ল্যাপটপ JioBook লঞ্চ হল
  • 2/6

জিওর এই ল্যাপটপ কম্প্যাক্ট সাইজে আসছে। এর মধ্যে ১১.৫ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এই ডিভাইসটির বিযয়ে GEM পোর্টালে স্পট করা হয়েছিল। যদিও কোম্পানি এই খুব সস্তার দামে ল্যাপটপটি লঞ্চ করেছে। আসুন জেনে নিউ জিও বুকের দাম এবং ফিচার।

জিও বুকের দাম

জিও বুক শুধুমাত্র একটিই কনফিগারেশনে লঞ্চ হয়েছে। যার মধ্যে আপনি ১৫,৭৯৯ টাকায় Reliance Digital অনলাইন স্টোরে কিনতে পারবেন। এতে আপনি ব্যাংক ডিসকাউন্ট এবং অন্যান্য অফারসও পাবেন। আপনি ডিভাইস নো কস্ট ইএমআইতেও কিনতে পারেন। ডিভাইস শুধুমাত্র একটা রঙের অপশনে আসছে। যা নীল রঙে পাওয়া যাবে।

সস্তা স্মার্টফোনের চেয়েও কম দাম, জিও-র সস্তা ল্যাপটপ JioBook লঞ্চ হল
  • 3/6

স্পেসিফিকেশন কী?

ল্যাপটপের ফিচারস এর কথা বলতে গেলে LTE সাপোর্টের ডিভাইস এটি। অর্থাৎ আপনি এর মধ্যে সিম কার্ডও ইউজ করতে পারবেন। আসুন আমরা জেনে নিয়ে 11.6-inch का 1366 x 768  পিকসেলওয়ালা ডিসপ্লে পাওয়া যাচ্ছে। ল্যাপটপ অক্টাকোর সিপিইউ এর সঙ্গে মিলবে।

Advertisement
সস্তা স্মার্টফোনের চেয়েও কম দাম, জিও-র সস্তা ল্যাপটপ JioBook লঞ্চ হল
  • 4/6

ডিভাইস Jio OS-এর উপর কাজ করবে। এই অপারেটিং সিস্টেম বিশেষ করে জিও বুকের জন্য অপটিমাইজ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ডিভাইস ৮ ঘন্টার চেয়ে বেশি ব্যাটারি লাইফ দিতে পারে এর ওজন শুধুমাত্র ১.২ কেজি।

সস্তা স্মার্টফোনের চেয়েও কম দাম, জিও-র সস্তা ল্যাপটপ JioBook লঞ্চ হল
  • 5/6

জিও বুককে আপনি একাধিক অ্যাপস, প্রি-ইনস্টলড পাবেন। ডিভাইসে ফোরজি এলটি সাপোর্টের সঙ্গে পাওয়া যাবে। যার সাহায্যে আপনি যে কোনও জায়গা থেকে কানেক্টেড হতে পারেন। এর মধ্যে আপনি মাইক্রোসফট অফিস এর অ্যাপস এর সঙ্গে jio অ্যাপস এর অ্যাক্সেস পাবেন। ল্যাপটপে জিও সাওন ও আরও অ্যাপ পাওয়া যায়। এর মধ্যে  Jio Store-ও পাওয়া যাবে। যেখানে আপনি একাধিক অ্যাপস ডাউনলোডও করতে পারবেন। ল্যাপটপে সিম কার্ডের সার্ভিস অ্যা ৃক্টিভেট করার জন্য ইউজারদের কাছাকাছি জিও স্টোরে যেতে হবে।

সস্তা স্মার্টফোনের চেয়েও কম দাম, জিও-র সস্তা ল্যাপটপ JioBook লঞ্চ হল
  • 6/6

ডিভাইস স্টুডিও স্পিকার এবং টু মেগাপিক্সেলের ওয়েব ক্যামেরা। এতে 2GB RAM, Octa-Core - 2.0 GHz, 64 bit, GPU - 950 MHz  প্রসেসর দেওয়া হয়েছে। এটি 32GB স্টোরেজের সঙ্গে মিলবে। যাতে মাইক্রো এসডি কার্ড এর সাহায্যে 128GB পর্যন্ত বাড়নো সম্ভব।

Advertisement