শুক্রবার থেকেই সহজ মূল্যে বাজার মেলার কথা ছিল জিও ফোনের। কিন্তু এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এখনই বাজারে মিলবে না জিও ফোন। এই ফোনটি রিলায়েন্স জিও এবং গুগল উভয়ই মিলে তৈরি করেছে।
এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে দিওয়ালির সময়ে জিও ফোন সম্ভবত পাওয়া যেতে পারে। সেটা ৪ নভেম্বর হতে পারে।
রিলায়েন্সের ৪৪ তম বার্ষিক সম্মেলন জিও ফোনের কথা ঘোষণা করা হয়। অত্যাধুনিক বেশ কিছু ফিচার এই ফোনে নিয়ে আসার কথা জানানো হয়।
JioPhone Next এর ক্যামেরায় HDR মোড, হোয়াইট মোড, নাইট মোড ফিচার রয়েছে। এর পাশাপাশি Snapchat Lenses এর সঙ্গে কথা বলেছে সংস্থা।