scorecardresearch
 
Advertisement
টেক

মাত্র ৮ টাকায় ১ জিবি ডেটা! গ্রাহকদের জন্য JIO-র বিরাট অফার

মাত্র ৮ টাকায় মিলছে
  • 1/5

মাত্র ৮ টাকায় মিলছে ১ জিবি ডেটা। সৌজ্যে রিলায়েন্স জিও। সম্প্রতি একটি রিচার্জ প্ল্যান এনেছে জিও, যা গ্রাহকদের জন্যবড় রকমের সুবিধা নিয়ে এসেছে।

সম্প্রতি জিও ৫৯৭
  • 2/5

সম্প্রতি জিও ৫৯৭ টাকার একটি রিচার্জ প্ল্যান সামনে এনেছিল। এই প্ল্যান গ্রাহকরা অনলাইন ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। 

৫৯৭ টাকার রিচার্জ
  • 3/5

৫৯৭ টাকার রিচার্জ পরিকল্পনার মেয়াদ ৯০ দিনের। মোট ৭৫ জিবি ডেটা দেওয়া হয় এই মেয়াদে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় এই পরিকল্পনায় কোনও ডেইলি ডেটা লিমিট নেই। অর্থাৎ এই ৭৫ জিবি গ্রাহক চাইলে ১ দিনেও শেষ করতে পারেন।
 

Advertisement
এই প্ল্যানে
  • 4/5

এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি করে এসএমএস।  JioTV, JioCinema, JioCloud, JioSecurity এবং  JioNews অ্যাপগুলির অ্যাক্সেস বিনামূল্যে মেলে। 

যেহেতু ৫৯৭ টাকা
  • 5/5

যেহেতু ৫৯৭ টাকায় ৭৫ জিবি ডেটা পাওয়া যায়, ফলে প্রতি জিবিতে হিসাব করলে গ্রাহকদের ৮ টাকা করে দিতে হয়। ফলে অন্যান্য প্যাকের সঙ্গে তুলনা করলে, এর দাম কিছুটা বেশি।

Advertisement