scorecardresearch
 
Advertisement
টেক

অনলাইন গেমে টাকা ঢাললেই শাস্তি এই রাজ্যে, প্রভাব পড়বে বাংলায়?

গেম ঘিরে বেটিং চক্রের যোগ সামনে
  • 1/7

ফের ভারতে আরও এক রাজ্যের নিষিদ্ধ হতে চলেছে  অনলাইন গেমস। তবে সমস্ত গেম নয়। যে সমস্ত গেম ঘিরে বেটিং চক্রের যোগ সামনে এসেছে, সেই সমস্ত গেম বন্ধ হতে পারে। প্রতীকী ছবি - ইন্ডিয়া টুডে

বেটিং চক্রের যোগ নতুন কিছু নয়
  • 2/7

ভারতে অনলাইন গেম নিয়ে বেটিং চক্রের যোগ নতুন কিছু নয়। মাঝেমধ্যে বিভিন্ন অনলাইন জনপ্রিয় গেমে বেটিং চক্রের যোগ সামনে আসে। মাঝে মাঝে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেও চলে বেটিং। প্রতীকী ছবি - ইন্ডিয়া টুডে

গেম বন্ধ করতে চলেছে কর্ণাটক
  • 3/7

তামিলনাড়ুর দেখানো পথে হেটে এইসব গেম বন্ধ করতে চলেছে কর্ণাটক। অদূর ভবিষ্যতে এর প্রভাব কতটা বাংলায় পড়তে চলেছে তা এখন স্পষ্ট নয়। রাজ্য সরকারের তরফ থেকে এ বিষয়ে এখনও অবস্থান স্পষ্ট করেনি। প্রতীকী ছবি - ইন্ডিয়া টুডে

Advertisement
বাংলাতে অনলাইন গেমের বিপুল চাহিদা রয়েছে।
  • 4/7

তবে বাংলাতে অনলাইন গেমের বিপুল চাহিদা রয়েছে। । পাবজি নিষিদ্ধ হওয়ার পরে এক সপ্তাহের মধ্যে নদিয়া জেলা থেকে অবসাদে এক যুবকের আত্মহত্যার খবর সামনে এসেছিল। প্রতীকী ছবি - ইন্ডিয়া টুডে

তামিলনাড়ুর তরফে ইঙ্গিত করা হয়েছে,
  • 5/7

তামিলনাড়ুর তরফে ইঙ্গিত করা হয়েছে, বেটিংয়ে ধরা পড়লে মোটা টাকা জরিমানা হতে পারে। এখনও কর্ণাটকও সেই রাস্তায় হাঁটছে। এর আগে অনলাইন গেম নিষিদ্ধ হয়েছে অন্ধ্রপ্রদেশেও। কেন্দ্রাশাসিত অঞ্চল পুদুচেরিও ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছে। তামিলনাড়ু জানিয়েছে নিয়ম ভাঙলে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল হবে।প্রতীকী ছবি - ইন্ডিয়া টুডে

কর্ণাটকের রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে
  • 6/7

কর্ণাটকের রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে, অনলাইন গেমে টাকা লাগিয়ে সর্বসান্ত হয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। অনেক পরিবার বিপাকে পড়েছে। সবদিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।প্রতীকী ছবি - ইন্ডিয়া টুডে

পাবজি গেমেও বিভিন্ন পোশাক-অবতার কিনতে চান গেমাররা।
  • 7/7

প্রসঙ্গত, এই পাবজি ভারতে ফেরার ফের ঘোষণা করেছে। পাবজি গেমেও বিভিন্ন পোশাক-অবতার কিনতে চান গেমাররা। তার উপরেও নিষেধা়জ্ঞা আরোপ হয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। সেটি হলে, ভারতে পুনরায় পা রাখার আগে ফের ধাক্কা খেতে পারে এই জনপ্রিয় গেমটি। কারণ, সংস্থার বিরাট অঙ্কের আর্থির লাভ হয় এসব থেকে। প্রতীকী ছবি - ইন্ডিয়া টুডে

Advertisement