scorecardresearch
 
Advertisement
টেক

LAVA-র প্রথম 5G ফোন আজ লঞ্চ করেছে, কত দাম-কী কী ফিচার?

এদিন
  • 1/6

ভারতে প্রথম 5G ফোন হিসাবে আজ Lava Agni 5G লঞ্চ হয়েছে। এই ফোনটি এদিন বেলা ১২ টায় দেশে লঞ্চ হয়েছে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটির লাইভ স্ট্রিমিং করা হবে। ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন ইতিমধ্যেই কোম্পানির অফিসিয়াল পেজেকে প্রকাশিত হয়েছে।

প্রাইমারি
  • 2/6

এই স্মার্টফোনটিতে 64MP প্রাইমারি ক্যামেরা, সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 90Hz রিফ্রেশ রেট রয়েছে।

ব্যাটারি
  • 3/6

সেইসঙ্গে রয়েছে 5000mAh ব্যাটারি, Android 11 OS এবং MediaTek Dimensity 810 প্রসেসর।

Advertisement
ফোনটির
  • 4/6

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী ফোনটির দাম ১৯,৯৯৯ টাকা। তবে লঞ্চের পর দামে পরিবর্তন আনা হতে পারে।
 

কোম্পানি
  • 5/6

বর্তমানে এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। তবে, কোম্পানি নিশ্চিত করেছে যে এই ফোনটি 90Hz রিফ্রেশ রেট এবং FHD + প্যানেলে থাকবে। 

প্রসেসর
  • 6/6

এছাড়াও, এই স্মার্টফোনে MediaTek Dimensity 810 5G প্রসেসর দেখা যাবে। এই ফোনটি Android 11 OS-এ চলবে। সেরা গেমিং অভিজ্ঞতার জন্য এটি একটি গেমিং মোডও পাবে।
 

Advertisement