scorecardresearch
 
Advertisement
টেক

চাইনিজ ফোনের চেয়ে কম দাম! iphone এর ইতিহাসে সবচেয়ে সস্তা অফার

চিনা স্মার্টফোন
  • 1/6

iPhone SE (2020) কিনতে যাওয়ার এখন সবচেয়ে সুবর্ণ সুযোগ। আইফোন IPhone SE 2020, 64gb স্টোরেজের ভেরিয়েন্ট এর দাম এখন ১৫ হাজার ৪৯৮ টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে। এই অফার ফ্লিপকার্ট পাওয়া যাচ্ছে। অ্যাপেল এর সবচেয়ে সস্তা ফোন এখন আরও কম দামে পাওয়া যাচ্ছে। আসুন জেনে নিই স্মার্টফোনটি কীভাবে কম দামে কিনতে পারবেন।

চিনা স্মার্টফোন
  • 2/6

iPhone SE (2020)  64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট, ফ্লিপকার্টে অরিজিনাল দাম ৩০ হাজার ৩৯৮ টাকা। যদিও আপনি এটি ১৫ হাজার ৪৯৮ টাকায় কিনতে পারবেন। যদি আপনি এই ফোন সস্তা দামে কিনতে চান, তাহলে এর ওপরে ১৪ হাজার ৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এক্সচেঞ্জ অফার এর পরের দাম ১৫ হাজার ৪৯৮ টাকা হয়ে যাচ্ছে।

চিনা স্মার্টফোন
  • 3/6

কোনও ফোনের এক্সচেঞ্জ চেঞ্জ ভ্যালু ওই স্মার্টফোনের কন্ডিশন এর উপর নির্ভর করে এবং এটির জন্য সর্বোচ্চ ১৪ হাজার ৮০০ টাকা পর্যন্ত ভ্যালু পাওয়া যায়। এছাড়া ফ্লিপকার্ট, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এর ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যায়। সঙ্গে ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেটিএম ওয়ালেট এ পাওয়া যায়।

Advertisement
চিনা স্মার্টফোন
  • 4/6

Retina HD (750x1,334 pixels) IPS LCD স্ক্রিন পাওয়া যাবে।এই স্মার্টফোনে থার্টিন বায়োনিক চিপ সেটে কাজ করবে এবং ১১২ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হচ্ছে। অপটিক্যাল ইমেজ স্টাবিলিজেশন মিলবে।

চিনা স্মার্টফোন
  • 5/6

ফলে ৬০ এফপিএস এর স্পিড এর ৪ হাজার ভিডিও রেকর্ডিং এর বিকল্প পাওয়া যাবে। ফ্রন্টে কোম্পানি ৭ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে যেখানে ip67 রেটিং এর সঙ্গে এই ফোনটি আসছে। স্মার্ট ফোনের চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

 

চিনা স্মার্টফোন
  • 6/6

এই হ্যান্ডসেটটি black, white এবং রেড তিন কালারে পাওয়া যাবে। জানিয়ে দেওয়া যাক 8 মার্চ হতে চলা ইভেন্টে আইফোন SE নতুন ভার্সন লঞ্চ হতে পারে। ফাইভ জি সাপোর্টেড ফোনটি নিয়ে আসবে। কোম্পানির এ বিষয়ে এখনো পর্যন্ত কোনও রকম তথ্য দেয়নি।

Advertisement