scorecardresearch
 
Advertisement
টেক

নেক্সট জেন কার Mahindra Scorpio-N, লঞ্চের আগে ফিচার লিক

মাহিন্দ্রার নয়া অবতার
  • 1/7

Mahindra Scorpio-N 2022 মাহিন্দ্রা সবচেয়ে বড় লঞ্চ হতে চলেছে। কোম্পানি ২৭ জুন গাড়ির লঞ্চিং ডেট ঠিক করে ফেলেছে। তার আগে কোম্পানি এর লেটেস্ট টিজার লঞ্চ হয়েছে। এর সঙ্গে এর টপ টেন ফিচারস সামনে এসেছে আসুন আমরা জেনে নিই মাহিন্দ্রা স্করপিও নেক্সট জেনারেশন কি কি থাকছে।

পুরনো স্করপিও হবে ক্লাসিক। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra and Mahindra)-র মাহিন্দ্রা স্করপিও এন ২০২২, নতুন বডি অন প্লাটফর্ম ডেভলপ করা হয়েছে। এর মধ্যে লোকেরা পুরনো স্করপিয়ন অপশনও পাবেন। এর নতুন নাম হচ্ছে স্করপিও ক্লাসিক (Scorpio Classic)।

মাহিন্দ্রার নয়া অবতার
  • 2/7

মিলবে 4x4 হুইল

মাহিন্দ্রা কনফার্ম করে দিয়েছে Mahindra Scorpio-N 2022-তে রাইডার্সরা 4x4 হুইল ড্রাইভ পাবেন। এভাবেই কার অফ রোড ট্রাভেল করার জন্য দুর্দান্ত অপশন হতে চলেছে।

মাহিন্দ্রার নয়া অবতার
  • 3/7

ডুয়েল এলইডি প্রজেক্টর হেডলাইন

Mahindra Scorpio-N 2022-তে  ডিএল এলইডি প্রজেক্টর হেডলাইট পাওয়া যাবে। নতুন ট্রিজারটি কনফার্ম করা হয়েছে। এই কারণেই গাড়িটিকে স্পোর্টি লুকে দেখা যাবে।

Advertisement
মাহিন্দ্রার নয়া অবতার
  • 4/7

XUV700 এর মতো ডায়নামিক হবে ইন্ডিকেটরস

Mahindra Scorpio-N 2022-তে ইন্ডিকেটরসকে ডায়নামিক বানানো হয়েছে। এটি নতুন ডিজাইনের হবে এবং এলইডি-এর সঙ্গে আসবে। এই গাড়ি কিছু কিছু মাহিন্দ্রা এক্সইউভি 700 এর মত হবে।

মাহিন্দ্রার নয়া অবতার
  • 5/7

বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন

Mahindra Scorpio-N 2022-তে ইনফোটেইনমেন্ট স্ক্রিন ভার্টিক্যাল হবে। এর সাইজ কত বড় হবে এবং সামনে আসা তথ্য অনুযায়ী গাড়ির ড্যাশবোর্ড এর মাঝামাঝি হবে।

ড্রাইভার ডিসপ্লে হবে ডিজিটাল

কোম্পানি Mahindra Scorpio-N 2022-তে  কোনও অ্যাঙ্গেল থেকে মাহিন্দ্রা এক্সইউভি সেভেন হান্ড্রেডের মতো দেখতে যেন না হয় সে কারণে ড্রাইভার ডিসপ্লে সম্পূর্ণভাবে ডিজিটাল হওয়ার আশা করা যাচ্ছে।

মাহিন্দ্রার নয়া অবতার
  • 6/7

স্টিয়ারিং হুইল দিয়ে হবে কার কন্ট্রোল

স্টিয়ারিং হুইল দিয়ে হবে কার কন্ট্রোল। লেফট বাটন ডিজাইনের সঙ্গে আসছে গাড়িটি। এরপর একাধিক কন্ট্রোল থাকবে স্টিয়ারিংকে এবং মাহিন্দ্রা স্করপিও ২০১৭ ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য কাজে আসবে।

সান রুফ এবং রুফ রেলস হবে

Mahindra Scorpio-N 2022-তে নতুন ফিচারে পরিষ্কার হয়ে গিয়েছে এর মধ্যে সানরুফ থাকছে। পেছনে এন্টেনা হবে। সঙ্গে সাথে সাইড রেলসও পাওয়া যাবে।

মাহিন্দ্রার নয়া অবতার
  • 7/7

দিতে পারে ৩৬০° ক্যামেরা

গাড়িতে ৩৬০° ক্যামেরা নিয়ে কোনও অফিশিয়াল ডিটেইল সামনে আসেনি। কিন্তু কিছু ছবি থেকে সামনে এসেছে যেখানে ৩৬০° ক্যামেরা সেটআপ এর সঙ্গে লঞ্চ করা হতে পারে।

অটোমেটিক ট্রান্সমিশন এর সঙ্গে আসতে পারে নতুন SUV

কোম্পানি গাড়ির 6-speed ম্যানুয়াল এর সঙ্গে সঙ্গে 6-speed অটোমেটিক ট্রান্সমিশন অপশনের সঙ্গে দিতে পারে। কারের ডিজেল ইঞ্জিনের অপশন থাকবে।

Advertisement