scorecardresearch
 
Advertisement
টেক

OLX-এ জালিয়াতি! এই যুবকের মতো ভুলে খবরদার আপনি পা দেবেন না

OLX-এ
  • 1/5

ফের OLX-এ জালিয়াতির অভিযোগ। এক যুবক নিজের ওয়ার্শিং মেশিন বিক্রি করার জন্য OLX-বিজ্ঞাপন দেন। পরে তার সঙ্গে অপরিচিত একজন অনলাইন মারফত যোগাযোগ করেন। 

ওই যুবকের দাবি
  • 2/5

ওই যুবকের দাবি, এর পরেই অপরিচিত ওই ব্যক্তি ওয়াশিং মেশিন কেনার বিষয়ে সদিচ্ছা দেখান। তখন তিনি উল্টে যুবকের কাছ থেকে অনলাইনে টাকা পাঠাতে বলেন।
 

যুবক ঘাবড়ে যান
  • 3/5

এতে ওই যুবক ঘাবড়ে যান। কারণ, তিনি নিজেই ওয়াশিং মেশিন বিক্রি করতে যাচ্ছেন। উল্টে তাকে পাঠাতে হবে শুনে। কিন্তু অপরিচিত ওই ব্যক্তি তাকে জানান সব টাকাই ফেরত দেওয়া হবে।  কারণ, অনলাইনে লেনদেন ঠিক আছে কিনা, তা দেখতেই এই প্রক্রিয়া চলছে। 

Advertisement
যুবকের কথা বিশ্বাস
  • 4/5

ওই অপরিচিত যুবকের কথা বিশ্বাস করে ধাপে ধাপে ২১ হাজার টাকা পাঠায়। কিন্তু সেই টাকা আর ফেরত আসেনি বলে অভিযোগ।

পুলিশের দ্বারস্থ হন
  • 5/5

এরপরেই ওই যুবক পুলিশের দ্বারস্থ হন। শুধু এবারই নয়, এর আগেও এমন অনেক অনলাইনে জালিয়াতির ঘটনা ঘটেছে। এর আগেও ওএলএক্সে এমন অভিযোগ সামনে এসেছে। ফলে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
 

Advertisement