scorecardresearch
 
Advertisement
টেক

Maruti Ignis: অসাধারণ মাইলেজ, অল্টো, ওয়াগনআরকে টপকে এখন হু হু করে বিক্রি হচ্ছে Maruti-র এই Car

মারুতি ইগনিস
  • 1/10

মারুতির হ্যাজব্যাক গাড়ি ইগনিস বিক্রির বিষয়ে অল্টো এবং ব্রিজাকেও পিছনে ফেলে দিয়েছে। গত মাসে ইগনিসের বিক্রিতে জোরদার গতি এসেছে। এই গাড়ির বিক্রির গ্রোথ ১৭৯.৮৮ শতাংশ ছিল। 

মারুতি ইগনিস
  • 2/10

মারুতির যে কোনও মডেলের ইতিহাসে বিক্রির গতি বাড়ার নিরিখে এটাই সবচেয়ে বেশি। মারুতি সুইফট এবং বালেনো গ্রাহকদের অত্যন্ত পছন্দের। কিন্তু এর মধ্যে ইগনিস মার্কেটে নিজের আধিপত্য কায়েম রেখেছে। ইগনিস মারুতির প্রিমিয়াম ডিলারশিপ নেকসা সেগমেন্টে বিক্রি করা হচ্ছে।
 

মারুতি ইগনিস
  • 3/10

সবচেয়ে সস্তা গাড়ি 

মারুতি নেক্সা ডিলারশিপের সমস্ত গাড়ি প্রিমিয়াম রেঞ্জের। ইগনিস সেই রেঞ্জের মধ্যে সবচেয়ে সস্তার গাড়ি। অগাস্ট ২০২২ এ ৫ হাজার ৭৪৬ টি ইগনিস গাড়ি বিক্রি হয়েছে। 

Advertisement
মারুতি ইগনিস
  • 4/10

এক বছর আগে এই অগাস্ট মাসেই ২০৫৩ ইউনিটি গাড়ি বিক্রি হয়েছিল। অর্থাৎ এক বছরের হিসেবের ভিত্তিতে অগাস্ট ২০২২-এ ৩৬৯৩ এর বেশি ইগনিস বিক্রি হয়েছে। 

মারুতি ইগনিস
  • 5/10

বিশেষ বিষয় হল যে, সবচেয়ে বেশি বিক্রি হওয়া বালেনোর বিক্রি বেড়েছে গত এক বছরে ১৭.৭২ শতাংশ। সেখানে ওয়াগনআরের বিক্রি বেড়েছে ৯১.০৯ শতাংশ। তার তুলনায় ইগনিস বিক্রির হার অনেকটাই বেশি।

মারুতি ইগনিস
  • 6/10

গত জুলাই মাসে ইগনিসের বিক্রি ৬১৩০ ইউনিটে পৌঁছে গিয়েছিল। কিন্তু অগাস্টে খানিকটা কমে গিয়ে ৫ হাজার ৭৪৬ ইউনিটে এসে দাঁড়িয়েছে। এভাবে গত ছ'মাসে ৩০ হাজার ১৫২ইউনিট ইগনিস গাড়ি বিক্রি হয়েছে। গড়ে প্রতি মাসে ৫ হাজার ২৫ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে।

মারুতি ইগনিস
  • 7/10

৯ টি কালার অপশন এবং ৭ টি ভেরিয়েন্টে পাওয়া যায় গাড়িটি

মারুতি ইগনিস মোট ন'টি কালার অপশনে বাজারে পাওয়া যায়। এটি সাতটি ভেরিয়েন্টে কেনা যেতে পারে। এর সিগমা ভেরিয়েন্টের এক্স শোরুম দাম ৫ লাখ ৩৫ হাজার টাকা, ডেলটা ৫ লাখ ৯৯ হাজার টাকা। জেটা ৬ লাখ ৪৭ হাজার টাকা, এএমটি ডেল্টা ৬ লাখ ৪৯ হাজার টাকা,এএমচি জেটা ৬ লাখ ৯৭ হাজার টাকা, আলফা ৭ লাখ ২২ হাজার টাকা এবং এএমটি আলফা ৭ লাখ ৭২ হাজার টাকা দাম।

Advertisement
মারুতি ইগনিস
  • 8/10

কী কী ফিচারস পাওয়া যায়?

ইগনিস গাড়িটি ১.২ লিটার পেট্রল ইঞ্জিনের সঙ্গে পাওয়া যায়। এতে ফাইভ স্পিড ম্যানুয়াল এবং ফাইভ স্পিড এমটি গিয়ার বক্স দেওয়া হয়েছে। যা বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মারুতি ইগনিস
  • 9/10

এই প্রিমিয়াম হ্যাজব্যাক গাড়িটি ডিআরএল-এর সঙ্গে এলইডি হেড ল্যাম্প, পুডল ল্যাম্প, অ্যালয় হুইলস, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে কালেক্টিভিটি সাপোর্টের সঙ্গে মেলে।

 

মারুতি ইগনিস
  • 10/10

এতে ৭.০ ইঞ্চ টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অটো এসি, রিয়ার পার্কিং ক্যামেরা পাওয়া যায়। ডুয়াল এয়ার ব্যাগ, এবিএস এর সঙ্গে ইবিডির মত ফিচার্সও দেওয়া হয়েছে।

Advertisement