scorecardresearch
 
Advertisement
টেক

New Maruti Alto: পকেটে ১১ হাজার থাকলে তৈরি হয়ে নিন, Maruti-র এই দুটি গাড়ির পর্দা উঠছে আজ

১১ হাজারে নতুন অল্টো
  • 1/10

দেশের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি ইন্ডিয়া (Maruti Suzuki India) alto 2022 থেকে আজকে পর্দা তুলতে চলেছে। কোম্পানি সবচেয়ে বেশি বিক্রি হওয়া ব্র্যান্ড এর মধ্যে একটি অলটো লঞ্চিং আজকে দুপুর বারোটায় করবে। নেক্সট জেনারেশন ভার্সনে পুরনো মডেলের তুলনায় বেশ কিছু বদল আনা হয়েছে যা নেক্সট জেনারেশনের পছন্দ করবে বলে দাবি করেছে মারুতি।

১১ হাজারে নতুন অল্টো
  • 2/10

সেলেরিও (Celerio)-এর মত ফিচারস পাওয়া যাবে। নিউ মারুতি অল্টো বেশ কিছু ছবি ইতিমধ্যেই বাজারে লিক হয়ে গিয়েছে। তাতে দেখে মনে হচ্ছে যে এটি মারুতির সেলেরিওর সঙ্গে অনেকটাই মিলছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ও এ বিষয়টি সামনে এসেছে যে অল্টো পুরনো মডেলের তুলনায় অনেকটা বড় হচ্ছে এবং সমস্ত তথ্য যা মিলেছে, তাতে আজকেই পর্দা ফাঁস হয়ে যাবে।

১১ হাজারে নতুন অল্টো
  • 3/10

হার্টটেক প্লাটফর্মে তৈরি 

মারুতি এন্ট্রি লেবেলের হ্যাজব্যাক অলটো কে ১০, ২০২২ লঞ্চিং এর আগের লিক হয়ে গিয়েছে। ভিডিওতে গাড়িটির যে ঝলক দেখা গেছে তাদের সেলেরিও, এসপ্রেসো এবং ওয়াগনার এর মত হার্টটেক প্ল্যাটফর্মের ওপর বেসড বলে দেখা গিয়েছে। এছাড়া নতুন ফিচারের মধ্যে অটোমেটিক গিয়ার বক্সে ইনফোটেনমেন্ট সিস্টেম এবং মাউন্টেড কন্ট্রোল শামিল রয়েছে।

Advertisement
১১ হাজারে নতুন অল্টো
  • 4/10

শুধু ১১ হাজার টাকায় বুকিং করতে পারবেন 

মারুতির নতুন আল্টো বুকিং করতে হলে ১১ হাজার টাকা সঙ্গে নিয়ে গেলেই হবে এটি কেনার জন্য। যারা ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছেন তারা বুকিং এর জন্য শোরুমে গিয়ে বা অনলাইন মাধ্যমে এটি বুক করতে পারেন। অল্টো-র দুটি মডেল ৮০০ এবং কে-টেন লঞ্চ হতে চলেছে। নেক্সট জেনারেশন অল্টোর বিষয়ে যদি বলা হয় তাহলে বেশি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

১১ হাজারে নতুন অল্টো
  • 5/10

গাড়ির দাম কত হতে পারে 

মনে করা হচ্ছে এই গাড়ির পুরনো অল্টের চেয়ে বেশি দাম হবে। এখন অলটের দাম ৩ লাখ ৩৯ হাজার টাকার এক্স শোরুম দাম থেকে শুরু হচ্ছে। পাশাপাশি নতুন অল্টোর দাম ৪ লাখ টাকা বেশি হবে বলেই মনে করা হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী মারুতি অল্টোর এক্স শোরুম দাম ৪.১৫ থেকে ৪.৫০ লাখ পর্যন্ত হবে বলে জানা গিয়েছে। যদিও আনুমানিক দাম এবং অন্যান্য জিনিসগুলি জানা যাবে।

১১ হাজারে নতুন অল্টো
  • 6/10

বাম্পার এর নতুন ডিজাইন আনা হচ্ছে 

লুকসের বিষয়ে অল্প যদিও অনেকটা পুরনো মডেলের মতোই হবে কিন্তু এর মধ্যে ছবিতে দেখা যাচ্ছে যে এতে বাম্পারে নতুন ডিজাইন আনা হয়েছে। এটির লুকের বদল এনেছে। নতুন কেবিনের সঙ্গে আপডেটেড Square-Ish Tail Lamps দেওয়া হচ্ছে। এর সঙ্গে বড় রেডিয়েটর গ্রিল দেখতে পাওয়া যাবে।

১১ হাজারে নতুন অল্টো
  • 7/10

সেফটি ফিচারস এবং কালার অপশন 

সেফটির বিষয়ে এন্ট্রি লেভেল হ্যাজব্যাকের ডুয়াল ফ্রন্ট এয়ার ব্যাগ এর সঙ্গে এবিএস, রেয়ার পার্কিং, সেন্সরড সিট্ বেল্ট, রিমাইন্ডার স্পিড অ্যালার্ট এবং অন্যান্য সেফটি ফিচারস স্ট্যান্ডার্ড ভাবে পাওয়া যাবে। 

Advertisement
১১ হাজারে নতুন অল্টো
  • 8/10

কী কী কালারে মিলবে

এছাড়া নতুন অলটো কে-টেনের ছটি কালার অপশনে পাওয়া যাবে। আর্থ গোল্ড, সিজলিং রেড, ব্লিডিং ব্লু, সলিড হোয়াইট সিল্কি হোয়াইট এবং গ্রানাইট গ্রে কালারের লঞ্চ করা হচ্ছে।

১১ হাজারে নতুন অল্টো
  • 9/10

নতুন অল্টোর লুক

ইন্টেরিয়রের কথা বলতে গেলে এতে কোম্পানি কিছুটা বদলে গেছে। এই অল্পতে অল ব্ল্যাক কেবিন পাওয়া যাবে। উপস্থিত অল্টো ডুয়েল টোন ইন্টেরিয়ার এর সঙ্গে আসছে। নতুন অল্টো rating inputerment system এর সঙ্গে আসবে। এতে ম্যানুয়াল এয়ার কন্ডিশনার এবং ফেব্রিক এবং আপ হোল্ড স্টোরি পাওয়া যাবে

১১ হাজারে নতুন অল্টো
  • 10/10

দুটি ইঞ্জিন অপশন 

ইঞ্জিনের কথা বলতে গেলে সবচেয়ে আগে জানাতে হবে যে অল্টোর এই নতুন দুটি মডেল অপশনে পাওয়া যাবে। একটি ১.০ লিটার ডুয়েল জেট পেট্রোল ইঞ্জিন এর সঙ্গে লঞ্চ করা হচ্ছে যা ৭০০ এইচপি পাওয়ার এবং ৮৯  এনএম পিক টর্ক জেনারেট করবে। ইন্টেরিয়র কথা বলতে গেলে বড় টাচস্ক্রিন সিস্টেম এন্ড্রয়েড অটো অ্যাপেল কার্প প্লে আইডল স্টার্ট আর স্টপ এর মতো জিনিসও পাওয়া যাবে।

Advertisement