scorecardresearch
 
Advertisement
টেক

Maruti Suzuki Grand Vitara And New Brezza Bookings: বুকিং ১ লক্ষ পার, বাজারে ঝড় তুলেছে Maruti-র দুটি গাড়ি, দাম কেমন?

ভিটারা ও ব্রিজা
  • 1/8

Maruti Suzuki দেশের মানুষকে সস্তায় গাড়ি চড়ার সুযোগ এনে দিয়েছে। এই কোম্পানির হাত ধরেই মধ্যবিত্ত এমনকী নিম্ন মধ্যবিত্তের হাতের নাগালে এসেছে গাড়ি। এখন তারা একটি লাক্সারি এবং এসএইভি গাড়ির দিকে ঝুঁকছে।

ভিটারা ও ব্রিজা
  • 2/8

মারুতি সুজুকি( Maruti Suzuki) সম্প্রতি গ্র্যান্ড ভিটারা (Grand Vitara) বাজারে এনেছে। এর আগে কোম্পানি নতুন ব্রিজা (Breeza) মার্কেটে লঞ্চ করেছিল। দুটি গাড়ি অনলাইন (Online Booking) বুকিং হচ্ছে। গ্রাহকেরা দুটি গাড়িকে এসইউভি (Suv) রূপে খুব পছন্দ করছে। ভিটারা এবং নতুন ব্রিজা দুটো এসইউভি-ই এক লাখের বেশি বুকিং এখনও পর্যন্ত হয়ে গিয়েছে।

ভিটারা ও ব্রিজা
  • 3/8

এই দুই গাড়ির দমেই ভারতীয় মার্কেটে এই সেগমেন্টে নিজেদের পাঞ্জা কষছে মারুতি। গ্রাহকদের মধ্যে এখনও পর্যন্ত এই দুই এসইউভির দুর্দান্ত রেসপন্স দেখতে পাওয়া গিয়েছে।

Advertisement
ভিটারা ও ব্রিজা
  • 4/8

এখনও পর্যন্ত গ্র্যান্ড ভিটারা ২৬ হাজারের বেশি ইউনিট বুকিং হয়ে গিয়েছে। নতুন ব্রিজা এখনো পর্যন্ত ৭৫ হাজারের বেশি লোক বুক করে ফেলেছেন। দুটি মিলিয়ে কোম্পানি এক লাখের বেশি ইউনিট অর্ডার পেয়ে গিয়েছে।

ভিটারা ও ব্রিজা
  • 5/8

প্রতিদিনই এই দুটি এসইউভির বুকিং চড়চড় করে বাড়ছে। ১১ জুলাই বুকিং শুরু হয়ে গিয়েছে। সেখানে নতুন ব্রিজার জন্য বুকিং ২১ জুন শুরু হয়েছে।

ভিটারা ও ব্রিজা
  • 6/8

গ্র্যান্ড ভিটারার বুকিং এর মূল্য

তিন সপ্তাহের মধ্যে ২০ হাজার বুক হয়ে গিয়েছে এই গাড়ি। গ্র্যান্ড ভিটারার আনুমানিক দাম সাড়ে ৯ লাখ টাকা হতে পারে। এর মধ্যে কোম্পানির ভেন্টিলেটেড সিট, মাল্টিপল ড্রাইভিং মোড এর মত ফিচার্সও দিয়েছে। গ্র্যান্ড মিড সাইজ এসইউভি, মারুতি সুজুকি প্রথম এমন কার, যা হাইব্রিড ইঞ্জিনের সঙ্গে এসেছে।

ভিটারা ও ব্রিজা
  • 7/8

হাইব্রিড ভেরিয়্যান্ট পছন্দ করছে মানুষ

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড এর সিনিয়র ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব জানিয়েছেন যে গ্র্যান্ডভিটারার মজবুত হাইব্রিড ভেরিয়েন্ট নিয়ে লোকেদের মধ্যে উৎসাহ দেখতে পাওয়া গিয়েছে। তারা জানিয়েছেন যে এখনো পর্যন্ত বুকড ভিটারার এর মধ্যে বেশিরভাগই প্রি-বুকিং হাইব্রিড ভেরিয়ান্ট হয়েছে।

Advertisement
ভিটারা ও ব্রিজা
  • 8/8

প্রথম দিন হাজার ৫০০ ব্রিজা বুক হয়েছিল

পরে প্রথম দিন দুর্দান্ত রি-অ্যাকশন পাওয়া গিয়েছে। এটি আনুমানিক প্রায় প্রথম দিনই সাড়ে চার হাজার ইউনিট বুক হয়ে গিয়েছিল। লঞ্চের পরে এর বুকিং এর সংখ্যা বেড়ে চলেছে কোম্পানি এই গাড়িটি বুকিং গত ২১ জুন শুরু করেছিল। যেখানে ৩০ জুন এটি লঞ্চ করা হয়েছে নতুন ব্রিজা মাত্র ১১ হাজার টাকা দিয়েই বুক করা যেতে পারে।

Advertisement