scorecardresearch
 
Advertisement
টেক

Electric Car: এক চার্জেই ৪১৯ কিমি চলবে এই গাড়ি! টপ স্পিড ১৪০ Kmph

Electric Car: এক চার্জেই ৪১৯ কিমি চলবে এই গাড়ি! টপ স্পিড ১৪০ Kmph
  • 1/6

বিগত দুই বছরে অনেকটাই বেড়েছে পেট্রোল, ডিজেলের দাম। বেড়েছে বাস ও ট্রেনের ভাড়াও। ফলে যাঁদের নিজস্ব দু-চাকা বা চার চাকা রয়েছে, তাঁদের কাছেও লং ড্রাইভ, গাড়ি নিয়ে দূরে কোথাও ঘুরে আসাটা এখন বিলাশিতার সামিল!

Electric Car: এক চার্জেই ৪১৯ কিমি চলবে এই গাড়ি! টপ স্পিড ১৪০ Kmph
  • 2/6

তবে MG ZS EV হল ভারতের গাড়ির বাজারে এমন একটি বৈদ্যুতিক গাড়ি যেটি এক চার্জে প্রায় ৪১৯ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। গাড়িটি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের সর্বোচ্চ গতিতে ছুটতে পারে। মাত্র ৮.৫ সেকেন্ডে গাড়িটি ঘণ্টায় ১০০ কিলোমিটারের গতিতে পৌঁছে যায় এই গাড়ি।

Electric Car: এক চার্জেই ৪১৯ কিমি চলবে এই গাড়ি! টপ স্পিড ১৪০ Kmph
  • 3/6

গাড়িতে ফুল চার্জ থাকলেই জলের দরে ঘুরে আসা যায় কাছেপিঠের যে কোনও জনপ্রিয় পর্যটন কেন্দ্র থেকে। এই গাড়িতে চড়ে বকখালি, মন্দারমণি, দিঘা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, শান্তিনিকেতন অনায়াসেই ঘুরে আসতে পারেন।

Advertisement
Electric Car: এক চার্জেই ৪১৯ কিমি চলবে এই গাড়ি! টপ স্পিড ১৪০ Kmph
  • 4/6

MG ZS EV এর ব্যাটারির ক্ষমতা হল ৪৪.৫ kWh. এই গাড়িতে DC মোটর ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ১৪০ হর্সপাওয়ার শক্তি এবং ৩৫৩ Nm টর্ক জেনারেট করে। এক চার্জে প্রায় ৪১৯ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে MG ZS EV।

Electric Car: এক চার্জেই ৪১৯ কিমি চলবে এই গাড়ি! টপ স্পিড ১৪০ Kmph
  • 5/6

MG ZS EV-এর ৪৪.৫ kWh ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে মোটামুটি ৪৫ ইউনিটের মতো বিদ্যুৎ খরচ হয়। MG ZS EV-এর ব্যাটারি ০-৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে ৪০ মিনিট সময় নেয়।

Electric Car: এক চার্জেই ৪১৯ কিমি চলবে এই গাড়ি! টপ স্পিড ১৪০ Kmph
  • 6/6

এটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশনে কাজ করে। এটি ৬টি এয়ারব্যাগ রয়েছে। এটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৭ মিলিমিটার, যা এই সেগমেন্টের অন্যান্য গাড়ির তুলনায় অনেকটাই বেশি। ভারতে MG ZS EV-এর বেস ভেরিয়েন্টের দাম ২০.৯৯ লক্ষ (এক্স-শোরুম) টাকা।

Advertisement