Advertisement
টেক

মহিলাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ইঙ্গিতের অভিযোগ, Myntra বদলাচ্ছে লোগো

  • 1/5

ই কমার্স সংস্থা Myntra পরিবর্তন করতে চলেছে তাদের লোগো।  সম্প্রতি এক মহিলা অভিযোগ করেন তাদের লোগোতে মহিলাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণভাবে দেখানো হচ্ছে।

  • 2/5

নাজ প্যাটেল নামে ওই মহিলা গত বছর ডিসেম্বরে ওই লোগোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে সরব হন।

  • 3/5

মুম্বই পুলিশে সাইবার ক্রাইম বিভাগের ডিসিপি রেশমি করান্দিকার জানান, আমারও প্রাথমিক তদন্তে ওই লোগের মধ্যে আপত্তিকর বিষয় পেয়েছি। ওই সংস্থার সঙ্গে কথা হয়েছে। তারা লোগো পরিবর্তন করবেন বলে জানিয়েছেন।

Advertisement
  • 4/5

ইতিমধ্যে Myntra তাদের লোগোটি পরিবর্তন করেছে। সংস্থার ওয়েবসাইটে নতুন লোগো দেখা যাচ্ছে। 

  • 5/5

গোটা বিষয়টি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে বিষয়টি ঘিরে কার্যত দুই ভাগ নেটিজেনরা

Advertisement