scorecardresearch
 
Advertisement
টেক

New Alto: বদলে যাচ্ছে অল্টো, নতুন লুকের সঙ্গে ফাটাফাটি ফিচার, কবে লঞ্চ?

আসছে Alto 2022
  • 1/7

বাজারে নতুন প্রজন্মের Alto লঞ্চ করতে চলেছে Maruti Suzuki India Limited (MSIL)। আগামী মাসেই অল্টোর নতুন সংস্করণ আসতে পারে বলে খবর। এন্ট্রি-লেভেল হ্যাচব্যাক Alto মারুতির সর্বাধিক বিক্রিত গাড়ি। অগাস্টে সংস্থা নতুন কমপ্যাক্ট SUV Grand Vitara-এর দামও ঘোষণা করতে পারে। 

আসছে Alto 2022
  • 2/7

ফেসলিফ্টেড Ertiga এবং XL6-র পাশাপাশি অল্টোর আমূল বদল করে বাজারে নিজেদের অবস্থান পোক্ত করতে চাইছে Maruti Suzuki। ইতিমধ্যেই আপডেটেড Baleno, New Brezza এবং New-generation Celerio বাজারে এসেছে। এবার অল্টোকেও নতুনভাবে আনা হচ্ছে। 

আসছে Alto 2022
  • 3/7

আগামী প্রজন্মের Alto 2022 Maruti Suzuki-এর লাইটওয়েট HEARTECT প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে। S-Presso, Wagon R এবং Celerio-এর মতো জনপ্রিয় হ্যাচব্যাকগুলি এই প্ল্যাটফর্মেই নির্মিত। নতুন অল্টো মডেলটি পুরোনো সংস্করণের চেয়ে বড় হতে চলেছে। ভিতরে জায়গাও অনেকটা থাকবে। 

Advertisement
আসছে Alto 2022
  • 4/7

অল্টোর নয়া সংস্করণের গড়নও অনেকটা নতুন সেলেরিওর মতোই হতে পারে। নতুন অল্টোয় থাকছে আপডেটেড ইন্সট্রুমেন্ট কনসোল, একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোল।

আসছে Alto 2022
  • 5/7

আগামী ১৮ আগস্ট নতুন Alto লঞ্চ করতে পারে মারুতি। সামনে রয়েছে বড় গ্রিল, নতুন হেডল্যাম্প এবং বাম্পার। নতুন টেললাইটও থাকছে। পাশাপাশি বিশেষ রিয়ার প্রোফাইল এবং নতুন রুফলাইনও দেখা যাবে অল্টোতে।

আসছে Alto 2022
  • 6/7

নতুন ফিচার হিসেবে দেওয়া হয়েছে - ড্যাশবোর্ড, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে সাপোর্ট, কী-লেস এন্ট্রি, পুশ বটন, স্টার্ট স্টপ বটন ইত্যদি।

আসছে Alto 2022
  • 7/7

নতুন অল্টোয় ১.০ লিটার K10C ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। রয়েছে ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় ট্রান্সমিশন অপশন। 
 

Advertisement