scorecardresearch
 
Advertisement
টেক

দাম মাত্র ৪ হাজার! দুর্দান্ত 4G ফোন আনল Nokia

দুটি নতুন 4G ফোনের ঘোষণা
  • 1/9

Nokia মোবাইলের তরফে দুটি নতুন 4G ফোনের ঘোষণা করা হয়েছে। Nokia 6300 4G আর Nokia  8000 4G নামে এই ফোনদুটির বৈশিষ্ট্য কয়েকদিন আগে থেকেই ফাঁস হতে শুরু করছিল ।  একসময়ে Nokia 6300 ও   Nokia 8000 খুব জনপ্রিয় হ্যান্ডসেট ছিল। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখে সংস্থা এই ফোনদুটি ফিরিয়ে আনল নোকিয়া। ছবি- আজ তক

Nokia 6300 4G বডিটি তৈরি পুরোপুরি প্লাস্টিক  দিয়ে
  • 2/9

Nokia 6300 4G বডিটি তৈরি পুরোপুরি প্লাস্টিক দিয়ে। এতে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে রয়েছে। এতে কিপ্যাড রয়েছে এবং সেটটি KaiOS-এ চলবে।  ছবি- আজ তক

Nokia 6300 4G ফোনটিতে Qualcomm Snapdragon 210 প্রসেসর রয়েছে
  • 3/9

Nokia 6300 4G ফোনটিতে Qualcomm Snapdragon 210 প্রসেসর রয়েছে। ফোনটিতে ৫১২ এমবি ব়্যাম রয়েছে। ফোনটিতে মাইক্রো এসডি কার্ডও যুক্ত করা যাবে। ফোনে রয়েছে VGA ক্যামেরাও।ছবি- আজ তক

Advertisement
Nokia 6300 4G ফোনটিতে 1,500 mah ব্যাটারি রয়েছে।
  • 4/9

Nokia 6300 4G ফোনটিতে 1,500 mah ব্যাটারি রয়েছে। 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এফএম রেডিও, LTE, ব্লুটুথ এবং এ-জিপিএসের মতো ফিচারও ফোনটিতে রয়েছে। ছবি- আজ তক

Nokia 8000 4G ফোনটিতে রয়েছে আকর্ষণীয় ফিচার
  • 5/9

Nokia 8000 4G ফোনটিতে রয়েছে আকর্ষণীয় ফিচার। ২.৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। সেইসঙ্গে রয়েছে Qualcomm Snapdragon 210 প্রসেসর রয়েছে। এছাড়াও ফোনটিকে ২ মেগাপিক্সেল ক্যামেরা, ৫১২এমবি ব়্যাম ও ৪ জিবি স্টোরেজ রয়েছে। ছবি- আজ তক

Nokia 8000 4G ফোনটিতে মাইক্রো এসডি কার্ড যুক্ত করা যাবে
  • 6/9

Nokia 8000 4G ফোনটিতে মাইক্রো এসডি কার্ড যুক্ত করা যাবে।  1,500mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে।  সেইসঙ্গে রয়েছে LTE, ব্লুটুথ ও হেডফোন জ্যাকের মতো ফিচারও।  ছবি- আজ তক

Nokia 8000 4G ফোনটি  Nokia 6300 4G-এর তুলনায় অনেক বেশি উন্নত
  • 7/9

Nokia 8000 4G ফোনটি  Nokia 6300 4G-এর তুলনায় অনেক বেশি উন্নত ও আকর্ষণীয়। ফোনগুলির দাম শুরু হচ্ছে ৪,৩১৭ টাকা থেকে।ছবি- আজ তক

Advertisement
দুটি ফিচার ফোনই হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক করা যাবে
  • 8/9

দুটি ফিচার ফোনই হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক করা যাবে। যেহেতু এই ফোনগুলিতে KaiOS সার্পোট রয়েছে । গুগল অ্যাসিস্ট্যান্ট  ও গুগল ম্যাপস ব্যবহার করা যাবে।ছবি- আজ তক

দুটি ফোনেই ওয়াইফাই  ও হটস্পট ফিচার রয়েছে
  • 9/9

দুটি ফোনেই ওয়াইফাই  ও হটস্পট ফিচার রয়েছে। ফলে এই ফিচারগুলির সাহায্যে গ্রাহকেরা অনায়াসেই নেট সংযোগ আনতে পারবেন মোবাইলগুলিতে।  ছবি- আজ তক

Advertisement