দক্ষিণ কোরিয়ার সংস্থা PUBG কর্পোরেশন ১২ নভেম্বর ঘোষণা করেছে যে, ভারতে PUBG Mobile INDIA চালু করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। ইতিমধ্যেই তার জন্য PUBG MOBILE-এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে!
জানা গিয়েছে, Android and iOS— দুই ধরনের ডিভাইসের জন্যই PUBG MOBILE-এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তবে ঠিক কবে থেকে এই গেমটি ভারতে চালু হবে এবং কখন এটি ডাউনলোড করা যাবে, তা এখনও জানায়নি সংস্থাটি।
PUBG MOBILE ইন্ডিয়াকে Tap Tap-এ ইতিমধ্যেই তালিকাভুক্ত করা হয়েছে এবং এই কমিউনিটিতে ইউজাররা প্রি-রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছেন। যদিও PUBG MOBILE এখনও পর্যন্ত Google Play Store বার Apple-এর App Store আসেনি।
এখনও পর্যন্ত PUBG MOBILE-এর ১ লক্ষেরও বেশি প্রি-রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। ইতিমধ্যেই Tap Tap-এ PUBG MOBILE সম্পর্কে বেশ ইতিবাচক সাড়া মিলছে গেমিং কমিউনিটির সদস্যদের থেকে। শুধু Tap Tap-এই নয়, PUBG MOBILE ইন্ডিয়ার Facebook এবং Insta পেজও শেয়ার করেছে সংস্থা।
দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্রাফটন আইনসি (Krafton Inc)-এর অধীনস্থ PUBG কর্পোরেশন জানিয়েছে, ইতিমধ্যেই PUBG MOBILE ইন্ডিয়ার জন্য, ভারতে এই গেম চালু করার জন্য প্রায় ১০ কোটি টাকা খরচ করে ফেলেছে সংস্থা।