scorecardresearch
 
Advertisement
টেক

ভারতে শুরু হয়ে গেল PUBG MOBILE-এর প্রি-রেজিস্ট্রেশন!

ভারতে শুরু হয়ে গেল PUBG MOBILE-এর প্রি-রেজিস্ট্রেশন!
  • 1/6

দক্ষিণ কোরিয়ার সংস্থা PUBG কর্পোরেশন ১২ নভেম্বর ঘোষণা করেছে যে, ভারতে PUBG Mobile INDIA চালু করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। ইতিমধ্যেই তার জন্য PUBG MOBILE-এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে!

ভারতে শুরু হয়ে গেল PUBG MOBILE-এর প্রি-রেজিস্ট্রেশন!
  • 2/6

জানা গিয়েছে, Android and iOS— দুই ধরনের ডিভাইসের জন্যই PUBG MOBILE-এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তবে ঠিক কবে থেকে এই গেমটি ভারতে চালু হবে এবং কখন এটি ডাউনলোড করা যাবে, তা এখনও জানায়নি সংস্থাটি।

ভারতে শুরু হয়ে গেল PUBG MOBILE-এর প্রি-রেজিস্ট্রেশন!
  • 3/6

PUBG MOBILE ইন্ডিয়াকে Tap Tap-এ ইতিমধ্যেই তালিকাভুক্ত করা হয়েছে এবং এই কমিউনিটিতে ইউজাররা প্রি-রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছেন। যদিও PUBG MOBILE এখনও পর্যন্ত Google Play Store বার Apple-এর App Store আসেনি।

Advertisement
ভারতে শুরু হয়ে গেল PUBG MOBILE-এর প্রি-রেজিস্ট্রেশন!
  • 4/6

এখনও পর্যন্ত PUBG MOBILE-এর ১ লক্ষেরও বেশি প্রি-রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। ইতিমধ্যেই Tap Tap-এ PUBG MOBILE সম্পর্কে বেশ ইতিবাচক সাড়া মিলছে গেমিং কমিউনিটির সদস্যদের থেকে। শুধু Tap Tap-এই নয়, PUBG MOBILE ইন্ডিয়ার Facebook এবং Insta পেজও শেয়ার করেছে সংস্থা।

ভারতে শুরু হয়ে গেল PUBG MOBILE-এর প্রি-রেজিস্ট্রেশন!
  • 5/6

দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্রাফটন আইনসি (Krafton Inc)-এর অধীনস্থ PUBG কর্পোরেশন জানিয়েছে, ইতিমধ্যেই PUBG MOBILE ইন্ডিয়ার জন্য, ভারতে এই গেম চালু করার জন্য প্রায় ১০ কোটি টাকা খরচ করে ফেলেছে সংস্থা।

ভারতে শুরু হয়ে গেল PUBG MOBILE-এর প্রি-রেজিস্ট্রেশন!
  • 6/6

PUBG কর্পোরেশন জানিয়েছে, ভারতে তার উপ-সহায়ক সংস্থাও শীঘ্রই শুরু করবে যার জন্য অন্তত ১০০ জন কর্মী নিয়োগ করা হবে। সংস্থা জানিয়েছে, ব্যবহারকারীর ডেটা সুরক্ষা এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে। তার জন্য নিরন্তর কড়া নজরদারি চালাবে সংস্থা।

Advertisement